অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল রূপান্তরকামীদের ‘মিস্টার অ্যান্ড মিস্ ট্রান্স ট্যালেন্ট’

0
91

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন জায়গায় এখনও লকডাউন চলছে। সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দি সকলেই। খুব প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে পা রাখছেন না। রোজকার একঘেয়েমি জীবনে অভ্যস্ত হয়ে পরেছে আমজনতা। সমাজে রূপান্তরকামীদের অবস্থাও একইরকম।

Jury panel | newsfront.co
সংবাদ চিত্র

তাই এই লকডাউনে রূপান্তরকামীদের আনন্দ দিতে কলকাতায় প্রথমবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল ‘মিস্টার অ্যান্ড মিস্ ট্রান্স ট্যালেন্ট’। ১৯ জুলাই অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় এই অনুষ্ঠান এবং শেষ হয় ৩০ জুলাই। ক্যুইন এন্টারটেইনমেন্টের কর্ণধার তনবীর খান-এর উদ্যোগেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

winners list | newsfront.co
সংবাদ চিত্র

এই লকডাউন পরিস্থিতির মধ্যে রুপান্তরকামী নারী ও পুরুষের মুখে একটু হাসি ফোটানো এবং সমাজের কাছে তাঁদের অন্তরের সাংস্কৃতিক গুণাবলী গুলো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরাই উদ্যোক্তার মূল উদ্দেশ্য ছিল। তনবীর খানের এই উদ্দেশ্য সফলও হয়েছে।

‘মিস্টার অ্যান্ড মিস্ ট্রান্স ট্যালেন্ট’ অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন চিত্র পরিচালক রামকমল মুখোপাধ্যায়, রুকসানা এ কাপাডিয়া, মিস ইন্ডিয়া সুস্মিতা রায়, রুপান্তরকামী আইনজীবী তথা নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ, রুপান্তরকামী সমাজকর্মী রঞ্জিতা সিনহা, নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত। অনুষ্ঠানটি কোঅর্ডিনেট করেছেন রুপান্তরকামী পুরুষ পিকু রায়চৌধুরী।

আরও পড়ুনঃ তিন মুচলেকা দিলেই মিলবে হোম আইসোলেশন! বিধি ভাঙলেই চিঠি পাঠাবে পুরসভা

‘মিস্টার অ্যান্ড মিস্ ট্রান্স ট্যালেন্ট’এ মোট তিনটি বিভাগ ছিল। নৃত্য, আবৃত্তি ও গান। প্রত্যেকটি বিভাগ থেকে একজন করে রপান্তরকামী নারী ও পুরুষ জয়ী হয়েছেন। রুপান্তরকামী পুরুষদের মধ্যে জয়ী হয়েছেন অদ্রিজ বসু, জেডি সরকার ও রুদ্রাভ বসু। রুপান্তরকামী নারীদের মধ্যে সেরা হয়েছেন সৌমিয়া বসু, নীল পাল ও রাজ দাস। শীঘ্রই বিজয়ীদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here