এবার রকস্টার লুকে ধোনি, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হইচই

0
66

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

এবার রকস্টার অবতারে দেখা গেল ধোনিকে। কয়েকদিন আগেই হেয়ার কাট করিয়ে একেবারে নতুন লুকে সামনে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কেরিয়ারের শুরুতে লম্বা চুলের ধোনি ঝড় তুলেছিলেন অনুরাগীদের মনে। পরে বিশ্বকাপ জয়ের পর মাথা মুড়িয়েও ফেলেন তিনি। আর সম্প্রতি নতুন হেয়ার কাটে ধোনির বয়স কমে যেতেও দেখেছেন অনুরাগীরা। এবার সোশ্যাল মিডিয়ায় কার্যত রকস্টার মুডে ধোনির ছবি সামনে আসতেই আরও একবার হইচই পড়ে যায়। তবে কি ফের নিজের লুক বদলালেন ধোনি? তা জানার আগ্রহ এতটুকুও কমেনি নেটিজেনদের।

MS Dhoni
ছবি: টুইটার

করোনার কারণে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ২০২১। তারপর ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্ব। ফলে মরুদেশে আইপিএলের আগেই দর্শকদের মধ্যে প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ বাড়াতে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে দামামা বাজিয়ে দেওয়া হল।

আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের আগে অফিসিয়াল ব্রডকাস্টারদের তরফে বিজ্ঞাপনি প্রচারের জন্য ধোনিকে তুলে ধরা হল এই নতুন রূপে। ঠিক আইপিএল ২০২১ শুরু হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছিল বৌদ্ধ সন্ন্যাসীর রূপে।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে ডাক পেলেন স্টিভ স্মিথ -ডেভিড ওয়ার্নারা

এবার তেমনই স্টার স্পোর্টসের তরফে ধোনির রকস্টার রূপ সামনে নিয়ে আসা হয় সোশ্যাল মিডিয়ায়। যার কারণে স্বাভাবিকভাবেই ধোনির নতুন লুক নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ধোনির এই রকস্টার লুক নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। তবে তিনি যেভাবেই নতুন রূপ পান না কেন, মাহির এই নতুন রকস্টার লুক কিন্তু ইতিমধ্যেই ভাইরাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here