শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
মহেন্দ্র সিং ধোনির সাথে চেন্নাই সুপার কিংসের সম্পর্ক একই মুদ্রার এপিঠ-ওপিঠ এর মতো। ধোনি নিজে মুখে স্বীকার করেছেন চেন্নাই তাঁর কাছে দ্বিতীয় ঘর। কিন্তু সেই সম্পর্কে নাকি চিড় ধরছে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে। অর্থাৎ ধোনি নাকি চেন্নাই ছাড়তে চাইছেন।
চেন্নাইয়ের সাথে ধোনির সম্পর্ক কতটা মধুর সেটা গোটা ক্রিকেট বিশ্ব জানে। আইপিএল এর শুরু থেকেই চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে তুলে মাঠ কাঁপিয়েছেন তিনি। তাঁর ঠান্ডা মাথার কূশলী অধিনায়কত্বে চার বার শিরোপা জিতেছেন চেন্নাই সুপার কিংস। তাই ধোনির সাথে চেন্নাইয়ের সম্পর্ক ছেদ হবে, এটা কখনও কল্পনায় ভাবে না ভক্ত কুল। তবে সেই কল্পনাকে বাস্তব করে চারিদিকে গুঞ্জন উঠেছে, ধোনি এবার চেন্নাই ছাড়ছে। তবে চেন্নাই দলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগত ধোনির পক্ষ থেকে এ ব্যাপারে কোন কিছু অভিমত এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে পরবর্তী আইপিএল এর দিনক্ষণ এগিয়ে আসছে। তাই আইপিএল বোর্ড কমিটির পক্ষ থেকে প্রত্যেক দলকে জানানো হয়েছে, কোন চার জন খেলোয়াড়কে প্রথম চয়েস হিসেবে ধরে রাখবে সেটা জানিয়ে দিতে। কারণ ছেড়ে দেওয়া খেলোয়াড়দের নিয়ে খুব শীঘ্রই আবার নিলাম হবে। তবে একটি ক্রিকেট ওয়েব সাইটের তথ্য অনুযায়ী চেন্নাই সুপার কিংস, যে চারজন খেলোয়াড়কে ধরে রাখতে চাইছেন তাদের মধ্যে প্রথমেই নাম আছে মহেন্দ্র সিং ধোনির।
আরও পড়ুনঃ বহু বিতর্কের পর অ্যাশেজের আগে অধিনায়ক নির্বাচিত হলেন অজি বোলার প্যাট কামিন্স
এছাড়াও বাকিরা হলেন, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং একজন বিদেশী ক্রিকেটার, যার নাম এখনও প্রকাশ করেনি ওয়েব সাইটি। ওয়েবসাইটটি আরও জানিয়েছেন, কোন ফ্রাঞ্চাইজি যে চারজন খেলোয়াড়কে ধরে রাখবে, তাদের মধ্যে প্রথম নম্বরে থাকা খেলোয়াড়কে দিতে ১৬ কোটি টাকা, বাকি পরপর স্থানে থাকা খেলোয়াড়দের যথাক্রমে ১২, ৮ এবং ৬ কোটি টাকা দিতে হবে।
আরও পড়ুনঃ অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার
ওই ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, ধোনি নাকি নিজে থেকেই চাইছে না ওই এক নম্বর স্থানটা ধরে রাখতে। বরং তিনি নাকি টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, তাঁর জায়গায় অন্য কোন যোগ্য খেলোয়াড়কে নির্বাচিত করতে। আর এই ঘটনাটি সামনে আসতেই ক্রিকেট বিশ্বের ভক্তদের মনে কৌতূহল জাগতে শুরু করেছে। তবে ধোনির গন্তব্য কোথায়??.. এ উত্তর সময় দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584