মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
নতুন হেয়ার কাটিংয়ে দিব্য লাগছে। বয়স যাই হোক না কেন। বরাবরই তিনি স্টাইল আইকন। কখনও কাঁধ অবধি চুল রেখে তরুণীদের হার্টবিট বাড়িয়েছেন তো কখনও তাঁর দাড়ির ছাঁট অনুসরণ করেছেন অনুরাগীরা। স্টাইলিস্ট এই হিরো পর্দায় নয় মাঠেই থাকতে বেশি পছন্দ করেন।
কার কথা বলছি সেটা এতক্ষণে বুঝে ফেলেছেন নিশ্চয়। মাহি। যাঁর নাম খেলার মাঠে এখনও উজ্জ্বল। যিনি মাঠে নামলেই গ্যালেরি থেকে তাঁর অনুরাগীদের চিৎকারে গমগম করে স্টেডিয়াম। তিনিই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার তাঁর অনুগামীদের কাছে একেবারে অন্যরূপে ধরা দিলেন তিনি।
আজ শুক্রবার সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধোনির নতুন লুকের ছবি শেয়ার করেন। ধোনিকে এমনভাবে আগে কখনওই দেখা যায়নি। মাথার দু’পাশে কানের উপর থেকে একেবারে ছোট করে ছাঁটা চুল। মাঝখানে ঘন চুল সরু হয়ে পিছন দিকে নেমে গিয়েছে। যে হেয়ারস্টাইলের পোশাকি নাম ফক্স-হক কাট। ঠিক তার সঙ্গে মানানসইভাবে কাটা দাড়ি-গোঁফ। মাহির এই ছবি শেয়ার হওয়ামাত্রই সোশ্যাল মিডিয়ায় একেবারে হৈচৈ পড়ে গিয়েছে। আলিম হাকিমের এই হেয়ারস্টাইলের ছবিতে ইমোজি দিয়েছেন বলিউডের সুনীল শেট্টি৷
আরও পড়ুনঃ সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় ব্যডমিন্টন তারকা পি ভি সিন্ধু
করোনার প্রকোপে ১৪তম মরশুমে আইপিএল খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ আর ঠিক তার আগে মাহির এই নয়া লুক দেখে যেন উন্মাদ হয়ে গিয়েছে তাঁর ভক্তরা। আট থেকে আশির মুখে এখন একটাই কথা, ‘ওহ… কী লাগছে!’ অনেকে আবার বলছেন, কে বলবে ৪০! মনে হচ্ছে ইনি ৪০ -র নয় ২৫-র মাহি৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584