কবিউল ইসলাম, কোলকাতা
দীর্ঘদিন শিক্ষকের অভাবে মাদ্রাসা শিক্ষাব্যবস্হা ভেঙ্গে পড়েছে। এই অচল অবস্হা দূর করার জন্য মাদ্রাসা সার্ভিস কমিসন ও মাদ্রাসা শিক্ষা অধিকর্তাকে আবার ডেপুটেশন দিল আজ মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি। নিয়োগ বন্ধ থাকায় মাদ্রাসাগুলি শিক্ষক অভাবে ধুঁকছে। ফলে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সবাই ফুঁসছে । তাই অবিলম্বে মাদ্রাসা সার্ভিস কমিশন প্যানেল ভুক্ত প্রার্থীদের নিয়োগ করা এবং বদলি কার্য দ্রুত সম্পূর্ণ করার দাবিতে এম এস সি -এর সেক্রেটারি জাভেদ নেহালের নিকট ডেপুটেশন দেয়।
“গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার কথা বললেও মাদ্রাসা সার্ভিস কমিশন হাত গুটিয়ে বসে আছে কেন ?”-এই প্রশ্ন সংগঠনের পক্ষ থেকে করা হলে উত্তরে জাভেদ নেহাল বলেন, কেবলমাত্র ডিপারটমেন্ট তথা নবান্ন থেকে গ্রিন সিগন্যাল পেলেই ইন্টারভিউ ব্যবস্থা চালু হবে।
এরপর মাদ্রাসা শিক্ষা অধিকর্তাকও এই বিষয়সহ অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় । সেগুলি হল –
১)হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে মাদ্রাসাগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে ।
২)দীর্ঘদিন শিক্ষক/শিক্ষিকাদের কাছ থেকে বদলির জন্য কমিশন টাকা জমা নিয়ে রেখেছে তাদের টাকা ফেরত না দিয়ে অবিলম্বে দ্রুত বদলির ব্যবস্থা করতে হবে ।
মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন বলেন শিক্ষক নিয়োগের বিকল্প ব্যবস্থা সরকার খুঁজছে।দাবিগুলি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন ।
আজকের প্রতিনিধি দলে ছিলেন, রাজ্য সম্পাদক সৈয়দ সাফাকাত হোসেন, রাজ্য সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, আতিয়ার রহমান,হাবিবুল্লাহ, মোমিনুল হক,আনসার আলি প্রমুখ ।
প্রসঙ্গত উল্লেখ্য এই কমিশনের মাধ্যমে নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584