নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পার্কিং জোন তৈরির জন্য জায়গা খুঁজতে শুরু করলো আলিপুরদুয়ার পুরসভা।ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গা পার্কিং জোনের জন্য চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত সেই সব জায়গার মধ্যে কোথায় পার্কিং জোন তৈরি করা যায় তা খতিয়ে দেখছে প্রশাসন।
সোমবার মাসের প্রথম লক ডাউনের দিন শহরের বেশ কিছু এলাকায় পার্কিং জোনের জায়গা দেখতে বেরিয়েছিলেন পুরসভার প্রশাসনিক কর্তারা। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক তথা আলিপুরদুয়ার মহকুমা শাসক শ্রী রাজেশ সহ বেশ কয়েকজন প্রতিনিধি এই দলে ছিলেন।
এদিন পুরসভার প্রশাসক শ্রী রাজেশ বলেন, “আলিপুরদুয়ার পুরসভা এলাকায় কোন পার্কিং জোন নেই। সেই কারণে রাস্তার ধারে বেআইনিভাবে যানবাহন পার্কিং চলছে।
আরও পড়ুনঃ লকডাউনের দিন বিষ্ণুপুরে চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি কর্মী এক গৃহবধূ
আমরা এই সমস্যার সমাধান করতে চাইছি। আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি হাসপাতাল রোডকে। গুরুত্বপূর্ণ ওই সড়কে যাতে যানবাহন কেউ না রাখে তা ব্যাবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584