প্রায় ২১ মাস পর খুলল মুজনাই চা বাগান

0
115

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

খুলে গেল ডুয়ার্সের মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগান। দীর্ঘ প্রায় ২১ মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে খুলে গেল মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান। আনন্দে আত্মহারা শ্রমিকরা প্রচন্ড বৃষ্টিপাত উপেক্ষা করে যথা সময়ে সমবেত হন বাগান ফ্যাক্টরির সামনে।

tea garden workers | newsfront.co
নিজস্ব চিত্র

সকালেই পৌঁছে যান হন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের নেতা উত্তম সাহা, ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান, সিটু নেতা রবীন রাই, কংগ্রেস নেতা মনি কুমার দার্নাল। দলবল নিয়ে হাজির হন বিধায়ক মনোজ টিগগা।

আরও পড়ুনঃ মেট্রোয় যাতায়াতে কোনও ই-পাস লাগবে না বয়স্কদের

প্রত্যেকের মুখেই ছিল চওড়া হাসি। বাগান খোলার চুক্তির বিষয়গুলি নিয়ে উপস্থিত শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়। তারপরেই যে যার মতো নিজ নিজ কাজে যোগ দেন। এদিন সংশ্লিষ্ট বাগানের এক মহিলা শ্রমিক কালি লোহার বলেন, “দীর্ঘ প্রায় ২১ মাস প্রচন্ড আর্থিক অনটনে ছিলাম। তবে বাগানটি পুনরায় খোলায় আর্থিক সমস্যার কিছুটা সমাধান হল।” বিধায়ক মনোজ টিগগা বলেন, “আজ থেকে বাগানে কাজ শুরু হল। আমরা খুশি। আমরা চাই বাগানটি সুষ্ঠ ভাবে চলুক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here