বিশ্বে নবম স্থানে মুকেশ আম্বানি

0
54

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে, লকডাউনের বাজারেও একের পর এক ইনভেস্টর পেয়েছে রিলায়েন্স জিও। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারে প্রভাব বিস্তার করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর আগেই এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেয়েছেন মুকেশ আম্বানি। এবার মুকুটে জুড়ল নয়া পালক। ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স অনুযায়ী, এই মুহূর্তে নবম স্থানে মুকেশ আম্বানি।

Mukesh Ambani | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, মুকেশ আম্বানির সংস্থার শেয়ার মূল্য প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার বাজার খোলার পর দেখা গিয়েছে সংস্থার বাজার দর ১১ লক্ষ ৪৩ হাজার ৬৬৭ কোটি টাকা। মার্কিন ডলারের হিসেবে ১৫০ বিলিয়ন ডলার। শুক্রবার পর্যন্ত এই দর ছিল ২৮,২৪৮.৯৭ কোটি টাকা। সংস্থার বিএসই সূচক ২.৫৩% বৃদ্ধি পায়। সপ্তাহের প্রথম কাজের দিনে সূচক ছিল ভারতীয় মুদ্রায় ১৮০৪.১০। এনএসই সূচকের লক্ষ্যণীয় বৃদ্ধি পরিলক্ষিত। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার সূচক ২.৫৪% বেড়ে ছিল ১৮০৪.২০ টাকা। গত কয়েকদিনে জিওতে আসা লগ্নির সুবাদে এখন ঋণমুক্ত রিলায়েন্স।

আরও পড়ুনঃ বায়ুসেনার কড়া নজরদারিতে চিন সীমান্ত

২০২১ সালের টার্গেটের অনেক আগেই সেটা সম্ভব হয়েছে। রিলায়েন্সের ৪২ শতাংশ শেয়ার মুকেশ আম্বানির নিয়ন্ত্রণে। গত দুই মাসে ১৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক লক্ষ কোটি টাকার ওপর লগ্নি পেয়েছে জিও। ফেসবুক, জেনারেল অ্যাটল্যান্টিক, সিলভার লেক পার্টনার্স, কেকেআর প্রভৃতি টাকা ঢেলেছে। কিছু বিশেষজ্ঞদের হিসাব মতো ২০২৫-এর মধ্যে ৪৮ শতাংশ মোবাইলের বাজার দখল করবে জিও।

সংস্থার সূত্রে খবর, ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত রিলায়েন্সের বাজারে ঋণ ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৫ কোটি টাকা। গত দু’মাসে প্রায় ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করেছে মুকেশ আম্বানির সংস্থা। এই বিনিয়োগ সংস্থাকে ঋণমুক্ত করতে সাহায্য করেছে, সূত্র মারফত এমনটাই জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here