লকডাউন পর্বে প্রতি ঘন্টায় ৯০ কোটি টাকা উপার্জন করেছেন মুকেশ আম্বানি

0
214

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গোটা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। হু হু করে বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। ভারতে করোনার আগমন ঘটা মাত্রই সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। আর এই লকডাউন পর্বেই প্রতি ঘন্টায় ৯০ কোটি টাকা কামিয়েছেন মুকেশ আম্বানি।

Mukesh Ambani | newsfront.co
মুকেশ আম্বানি

বিশ্বের প্রথম পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় তিনি। করোনা অতিমারীর জেরে লকডাউনের সময় যখন দেশে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে। সেইসময় একের পর এক লক্ষ্মীলাভ হয়েছে মুকেশ আম্বানির।

ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তাঁর সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর তাতেই ফুলেফেঁপে উঠেছে আম্বানির সম্পত্তি। তাই খুব স্বাভাবিকভাবেই বিশ্বের পাঁচ ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ এফটিআইআই-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন পরিচালক শেখর কাপুর

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া ধনী ব্যক্তির তালিকায় এবছর ফের শীর্ষে মুকেশ আম্বানি। এই নিয়ে টানা নবম বার ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন তিনি।

মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৬,৫৮,৪০০ কোটি টাকায়। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া খ্যাত সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি ঘরে তুলেছেন ২ লক্ষ ৭৭ হাজার ৭০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ মোদী সরকারের বিরুদ্ধে তোপ, ভারতে কাজ বন্ধের ঘোষণা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

হিসাবে করে দেখা গিয়েছে, মার্চ মাস থেকে শুরু করে গোটা লকডাউন পর্বে প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা কামিয়েছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ তাঁকে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে। তাঁর মোট সম্পত্তি তালিকায় থাকা বাকি পাঁচ জনের সম্মিলিত সম্পদের তুলনায় অনেক বেশি। একাধারে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে গেলেন।

হুরুন ইন্ডিয়ার তালিকায় ১০০০ কোটি বা তার বেশি সম্পদের মালিক এমন ৮২৮ জন ভারতীয় রয়েছেন। কিন্তু সবার শীর্ষে মুকেশ আম্বানিই। দ্বিতীয় স্থানে রয়েছেন লন্ডন নিবাসী হিন্দুজা ব্রাদার্স। পঞ্চম স্থানে রয়েছেন উইপ্রোর আজিম প্রেমজি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here