নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে নাম কাটা গেল ভারতীয় ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানির। ব্লুমবার্গ বিলিনিয়ার ইনডেক্স অনুযায়ী চার নম্বর স্থানে ছিলেন ভারতীয় বিলিনেয়ার মুকেশ আম্বানি। কিন্তু এবার তালিকার সেরা দশ থেকে ছিটকে এগারো নম্বর স্থানে চলে গেলেন আম্বানি। এমনকি তাঁর মোট সম্পত্তির পরিমাণও কমে গেছে।
মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির মূল্য ৭ হাজার ৬৫০ কোটি ডলার, ভারতীয় টাকায় যার মূল্য ৫.৬৩ লাখ কোটি।
চলতি বছরের শুরুতে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৯ হাজার কোটি ডলার। বর্তমান হিসেবে ভারতীয় টাকায় তাঁর সম্পত্তি কমেছে প্রায় ১ লক্ষ কোটি টাকা। জানা যাচ্ছে, রিলায়েন্সের শেয়ার মূল্য হঠাৎ ১৬ শতাংশ কমে যাওয়ায় এমন বিপর্যয় তাঁর।
আরও পড়ুনঃ আরও চাপে মোদী সরকার, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে পম্পেওকে চিঠি মার্কিন আইন প্রণেতাদের
তবে, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, আম্বানি সাম্রাজ্যের এই বিপর্যয়ে দায়ী আমাজন। মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজন, ‘ফিউচার গ্রুপে’র সঙ্গে রিলায়েন্সের চুক্তির প্রতিবাদ করে বেশ কয়েকটি মামলা করে। তাদের বক্তব্য ছিল, ২০১৯ সালে ওই সংস্থার অধীনস্থ ‘ফিউচার কুপনসে’ প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আমাজন। এই অবস্থায় ‘ফিউচার গ্রুপ’ তাদের সমস্ত সম্পত্তি অন্য কাউকে বেচে দিতে পারে না। এই মামলার জেরেই কমেছে আম্বানির সংস্থার শেয়ার মূল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584