বিশ্ব ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে এলন মাস্ক, অষ্টমে আম্বানি

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বিশ্বের অষ্টম ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ ৮৩ মার্কিন ডলার। চীনের ঝং শান শানকে সম্প্রতি অতিক্রম করে মুকেশ আম্বানি এখন এশিয়ার ধনীতম ব্যক্তি। আর মঙ্গলবার প্রকাশিত হওয়া হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২১- এ মুকেশ আম্বানির স্থান আট নম্বর।

Mukesh Ambani | newsfront.co

বিগত এক বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬.০৯ লক্ষ কোটি টাকা) জানা গিয়েছে একটি রিপোর্ট থেকে। চীনের ঝং শান শানের এই সপ্তাহে ২২বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হওয়ায় ব্লুমবার্গ বিলিওয়নের সূচকে এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে উঠে আসেন মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানি ছাড়াও আরও বেশ কয়েকজন ভারতীয় কোটিপতির নাম রয়েছে হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২১-এ। তাদের মধ্যে গৌতম আদানি ও তাঁর পরিবার রয়েছেন তালিকায় ৪৮ নম্বরে, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ২.৩৪ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুনঃ মুখ খুলেই ফের সাদা বাড়ি দখলের ইঙ্গিত

শিব নাদার ও তাঁর পরিবারের নাম রয়েছে তালিকায় ৫৮ নম্বরে, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১.৯৪ লক্ষ কোটি টাকা। লক্ষ্মী নারায়ণ মিত্তল রয়েছেন ১০৪ নম্বরে, মোট সম্পত্তির পরিমাণ ১.৪০ লক্ষ কোটি টাকা। এছাড়াও রয়েছেন সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা, ১.৩৫ লক্ষ কোটি টাকার মালিক এই শিল্পপতি রয়েছেন তালিকায় ১১৩ নম্বরে।

আরও পড়ুনঃ ভারতীয় বিদ্যুৎ ক্ষেত্রে চিনা হানা- রিপোর্টে প্রকাশ

অ্যামাজনের জেফ বেজোসকে ছাড়িয়ে তালিকার শীর্ষে প্রথমবারের জন্য এলেন টেলসা- প্রধান এলন মাস্ক। এক ধাক্কায় তাঁর ১৫১ বিলিয়ন মার্কিন ডলার বাড়লো তাঁর সম্পত্তির পরিমাণ। এই মুহূর্তে মাস্কের মোট সম্পদ ১৯৭ বিলিয়ন মার্কিন ডলার। ১৮৯ বিলিয়ন সম্পদের অধিকারী জেফ বেজোস রয়েছেন দ্বিতীয় স্থানে।

প্রথম পাঁচের তালিকায় তৃতীয় বার্নার্ড আর্নোলট, এলভিএনএইচ(LVMH)-এর শীর্ষকর্তা যাঁর মোট সম্পদ ১১৪ বিলিয়ন মার্কিন ডলার, চতুর্থ স্থানে বিল গেটস, মোট সম্পদ ১১০ বিলিয়ন মার্কিন ডলার, পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তিনি ১০১ বিলিয়ন মার্কিন ডলারের অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here