কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুশি নন মুকুল

0
68

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর

mukul isn't happy with central force
বিজেপি নেতা মুকুল রায়। নিজস্ব চিত্র

একদিকে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এর নাক ফাটছে।একদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়ি ভাঙচুর করা হচ্ছে।এসবকে তৃণমূলের পরাজয়ের লক্ষণ ও নির্বাচন কমিশনের ব্যর্থতা বলে দাবি করলেন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়।এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে তিনি মেদিনীপুরে আসেন। সাংবাদিকদের তিনি জানান, “একজন প্রার্থীকে মারছেন পুলিশের এক আধিকারিক।

এটা নীতি বহির্ভুত। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলেছি অবিলম্বে ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে হবে।এর থেকে বোঝাই যাচ্ছে পরাজয়ের ভয়ে ভীত হয়ে তৃণমূলের ক্যাডাররা রাস্তায় নেমে হামলা চালাচ্ছে ।আমরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট নয়। কেন্দ্রীয় বাহিনী যথাযত ভূমিকা পালন করেনি।”
তাঁর একসময়ের ছায়াসঙ্গী মুখ্যমন্ত্রীকে বলেন , ‘ মমতা ভীত ও আতঙ্কিত।নির্বাচনের কমিশনের উচিত ওনার গতিবিধিতে ওপর নজর রাখা।

আরও পড়ুনঃ মন্তেশ্বরে প্রচারে এসে ফের তৃণমূলকে তোপ মুকুলের

উনি পুলিশকে নিজের মতো করে নির্বাচনের কাজে ব্যবহার করছেন।’ কেশপুরে ভারতী যা করেছেন ঠিক করেছেন বলে দাবি করে মুকুল বলেন, ‘কেশপুরে গণতন্ত্র বলে কিছু নেই।কেউ যদি কাউকে প্রচারে বাধা দেয় তবে গণতান্ত্রিক ভাবে এর মোকাবিলা করার অধিকার আছে সকলের।ভারতী সেই কাজটাই করেছেন।কোনো অন্যায় করেননি।’

ষষ্ঠ দফার ভোট যে এরকম হবে না তা জানিয়ে মুকুল বলেন , ‘এই ভোটে সমস্ত বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত রাখা যায় এবং বেশি করে ভোটারদের আস্থা অর্জন করতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে বলা হবে।’ রাজ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ আরও দুই দফা ভোটের পর রয়েছে ফল প্রকাশের দিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here