নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আচমকা অসুস্থ মুকুল রায়, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে হলো অপারেশন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার গলব্লাডারে অপারেশন হয় তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন অপারেশন সফল হয়েছে মুকুল বাবুর। এখন সুস্থ রয়েছেন তিনি, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

মুকুল রায়ের ছেলে, বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় জানিয়েছেন যে , চিকিৎসকরা জানিয়েছেন গলব্লাডারে ২০-২৫টা ছোট ছোট স্টোন হয়েছিল তাঁর বাবার। তাছাড়া তিনি ডায়াবেটিসের রুগী, এই কারণে অপারেশনে ঝুঁকি ছিল।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তিন শর্ত দিলেন শুভেন্দু অধিকারী
তবে অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। চিকিৎসক পূর্ণেন্দু রায়ের তত্ত্বাবধানে রয়েছেন। বাইপাসের একটি নন-কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল রায়।
হঠাৎ অসুস্থ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজেপির নেতা-কর্মীরা। মুকুল রায়ের স্বাস্থ্যের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব ও খোঁজ খবর নিচ্ছেন।
আরও পড়ুনঃ শিবসেনা নেতার হুমকিতে ঢাকা পড়ল মিষ্টির দোকানের নাম
রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচন আসন্ন। রাজ্যে এসেছেন পাঁচ কেন্দ্রীয় নেতা, পাঁচটি জোন পর্যবেক্ষণ করছেন তাঁরা। এরপর তাঁরা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। দিনরাত দৌড়চ্ছেন রাজ্য বিজেপির নেতারাও। চূড়ান্ত নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে।
বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট দিয়েছে ২০০ আসন জয়ের। এই পরিস্থিতিতে মুকুল রায়ের মত রাজনৈতিক ব্যক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে ফিরবেন মুকুল রায়, এই আশায় রয়েছেন বিজেপি নেতৃত্ব। রাজ্য নেতৃত্বও তাঁকে দেখতে শুক্রবার হাসপাতালে যেতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584