করোনার কবলে স্বস্ত্রীক মুকুল রায়

0
91

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এবার করোনার কবলে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, আক্রান্ত তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ও। আপাতত তিনি সল্টলেকের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

mukul roy | newsfront.co
মুকুল রায়। ফাইল চিত্র

মুকুল ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, সভায় যাওয়া ছাড়া তিনি মাস্ক বিশেষ ব্যবহার করতেন না। এমনকি তিনি এখনও ভ্যাকসিনও নেননি। তবে তার তেমন কোনও শারীরিক সমস্যা নেই।একুশের বিধানসভায় কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছেন মুকুল রায়। কয়েকদিন আগে বিধায়ক হিসেবে বিধানসভায় শপথও নিয়েছেন তিনি। দলীয় বৈঠকেও যোগ দেন। তারপরেই উপসর্গ দেখা দিলে টেস্ট করান তিনি।

আরও পড়ুনঃ করোনা কোপে ১৪মে থেকে ২৩মে পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি

মুকুলের বয়স ৭০- এর কাছাকাছি, গত বছরই গল ব্লাডার অপারেশন হয়েছে তার। তবে আপাতত তিনি স্থিতিশীল বলেই জানা গিয়েছে।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের শুরু থেকেই করোনার দ্বিতীয় ঢেউ প্রভাব ফেলেছে রাজ্যের রাজনীতিতেও। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন একাধিক প্রার্থীও। সামশেরগঞ্জ, জঙ্গীপুর, খড়দার প্রার্থীর মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাস করোনায়। নির্বাচন মিটলেও প্রকোপ কাটেনি করোনার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here