মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সব জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি (পিএসসি)-র চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার নাম ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৫৪ বছরের ইতিহাসে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ চিরকালই বিরোধীরা পেয়ে এসেছে। তাই এবারও বিরোধীদের থেকেই মুকুল রায়কে করা হলো।” এই নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। বিষয়টি নিয়ে যে পদ্মশিবির যে সংঘাতের পথে হাঁটবে তা আগে থেকেই স্পষ্ট করা হয়েছিল।”
পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা হওয়ার পরই সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ক্ষমতার বলে পরিষদীয় রীতি-নীতি ভাঙলেন অধ্যক্ষ।” তিনি আরও জানান, “বিজেপির কেউ মুকুল রায়ের প্রস্তাবক ছিলেন না। তাহলে কীসের ভিত্তিতে মুকুলকে চেয়ারম্যান করা হল? মুকুল রায়কে নির্বাচনের প্রতিবাদ করে আমরা হাউস থেকে বেরিয়ে এসেছি। এর প্রতিবাদ করছি। মুকুল রায়কে আজ চেয়ারম্যান করা হলেও উনি বিধায়ক পদই টিকিয়ে রাখতে পারবেন না বলেই আমার বিশ্বাস। কারণ দলত্যাগ বিরোধী আইন নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব। আমরা বিধানসভার কোনও কমিটিও নিচ্ছি না। তৃণমূল যত পারে ক্ষমতা ভোগ করে নিক। কারণ এটাই ওদের শেষ টার্ম।”
পিএসি চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম ঘোষণার পরই শুভেন্দু সাফ জানান, “সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে, তেমনই বিরোধীদেরও অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। সেই মতো রাজ্যের খরচ খতিয়ে দেখে বিরোধীরা। কিন্তু এই প্রথম কোনও গণতন্ত্রে বিরোধীদের এমনটা হচ্ছে, যেখানে বিরোধীদের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে না।”
আরও পড়ুনঃ অসুস্থ তাই আদালতে হাজির হন না প্রজ্ঞা ঠাকুর, কিন্তু ভিডিওতে নাচতে দেখা গেল তাঁকে!
উল্লেখ্য, ২০২১ এ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন মুকুল রায়। এর কিছুদিনের মধ্যেই তৃণমূলে ফিরে আসেন তিনি। কিন্তু বিধায়ক পদ ছাড়েননি মুকুলবাবু। উপরন্তু বিধানসভার পিএসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করেন। পিএসির জন্য মোট ২০ জন সদস্যের তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল বিধানসভার তরফে।
আরও পড়ুনঃ আন্দোলন তুলে নিয়ে আলোচনায় আসুন কৃষকরা আইন বাতিলের প্রশ্ন নেইঃ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
বিজেপির ৬ জন, তৃণমূলের ১৩ জন এবং মুকুল রায় মনোনয়ন দাখিল করেছিলেন। ২০ জনের কমিটিতে ২০টি বৈধ মনোনয়ন জমা প়ড়ায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কমিটিতে নির্বাচিত হন ২০ জন। এরপর থেকেই মুকুলের পিএসি চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত শুক্রবার স্পিকার নিজের ক্ষমতা প্রয়োগ করে মুকুলকে ওই পদে বসালেন। এই সিদ্ধান্তেরই বিরোধিতায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584