বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে মুকুল রায়, সম্পাদক অনুপম

0
371

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শেষ পর্যন্ত বিজেপির অন্যতম শীর্ষ পদ পেলেন মুকুল রায়। শনিবার প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বিজেপির নতুন পদাধিকারীদের তালিকা। তাতে সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মুকুলকে।

Mukul Roy | newsfront.co
হুগলিতে দলীয় কর্মসূচির মাঝে এলো ফোন। নিজস্ব চিত্র

মুকুল ছাড়াও সেখানে নাম রয়েছে পশ্চিমবঙ্গের আরও ১ নেতার। এদিকে, সর্বভারতীয় মুখপাত্রের তালিকায় নাম রয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের।

All India BJP | newsfront.co
নব ঘোষিত বিজেপির সর্বভারতীয় কমিটি

শনিবার প্রকাশিত তালিকায় মুকুলের সঙ্গে সহ সভাপতির দায়িত্বে রয়েছেন, ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ওড়িশার জয় পান্ডা। এছাড়াও বাংলা থেকে আরও কয়েকজন নেতাকে বিজেপির সর্বভারতীয় সংগঠনে জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিহারে বিরোধী শিবিরের কপালে ভাঁজ, জেডিইউ জোটের মুখে হাসি ফোটাচ্ছে এআইএমআইএম

Anupam Hazra | newsfront.co
অনুপম হাজরা

অনুপম হাজরাকে দলের সর্বভারতীয় সম্পাদক করা হয়েছে। বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ২০১৯ সালে ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুনঃ ছত্রধরকে ১১ বছরের পুরনো প্রবীর হত্যা মামলায় হেফাজতে নেওয়ার আবেদন এনআইএ-র

ওই বছরই লোকসভায় যাদবপুর থেকে পদ্ম চিহ্নে ভোট লড়েছিলেন তিনি। যদিও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হন। যুব মোর্চার নানা কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা যায় তাঁকে। সঙ্গে নিয়মিত তৃণমূলের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ চালিয়ে খবরেও শিরোনামে থাকেন অনুপম হাজরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here