শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সর্বভারতীয় সভাপতি হয়ে ২০২১ বিধানসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার আগে মুকুল রায় ক্লিনচিট পেলেন খোদ ম্যাথু স্যামুয়েলের কাছ থেকেই। যিনি নিজেই স্টিং অপারেশন করে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তোলপাড় ফেলে দিয়েছিলেন।
বিভিন্ন তৃণমূল নেতাকে তার কাছ থেকে টাকার বাণ্ডিল নিতে দেখা গিয়েছিল ওই ভিডিওয়। যদিও পরে সকলেই দাবি করেন, ওই টাকা তারা পার্টি ফান্ডে অনুদান হিসেবে নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মুকুল রায়ও।
৬ বছর পেরিয়ে গেলেও এখনও সেই নারদ কাঁটায় বিদ্ধ তৃণমূলের নেতারা অনেকেই প্রকাশ্যে এই নিয়ে আলোচনা করতে পারেন না। কিছুটা হলেও তাদের রাজনৈতিক ভাবমূর্তির ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ গোপন সামরিক তথ্য ফাঁস রুখতে এসএআই তৈরি করল সেনাবাহিনী
কিন্তু আচমকাই ম্যাথু স্যামুয়েল দাবি করলেন, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায় ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় নারদ স্টিং অপারেশনে তাঁর হাত থেকে টাকা নেননি।
আরও পড়ুনঃ পুলওয়ামা দায় স্বীকার করে হত্যার কৃতিত্ব দাবি ইমরান মন্ত্রীসভা সদস্যের
শনিবার নিজাম প্যালেসে দাঁড়িয়ে এই কথাই জানালেন ম্যাথু স্যামুয়েল। ওই স্টিং অপারেশনের কর্তা ম্যাথু ব্যক্তিগত কাজে কলকাতায় এসে শুক্রবার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে যান। ম্যাথু যা বললেন তার সঙ্গে ভিডিও ফুটেজের মিল রয়েছে বলে খবর।
ভিডিও ফুটেজেও দেখা গিয়েছিল, ম্যাথু টাকার থলি নিয়ে মুকুল রায়ের সামনে গেলেও তা হাত পেতে নেননি বর্তমান বিজেপির সহ–সভাপতি। বরং ম্যাথুকে কিছু বলছিলেন বলে দেখা যায়। এই স্টিং অপারেশন নিয়ে আলোচনা প্রসঙ্গে ম্যাথু বলেন, ‘মুকুল রায়ের কাছে টাকা নিয়ে যাওয়ার পরে তিনি বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ সৈয়দ হোসেন মির্জাকে তা দিতে বলেন। আমি ওই পুলিশকর্তাকে টাকা দিয়ে আসি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584