নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ফের বিজেপিতে ভাঙনের জল্পনা। এবার ছোটখাটো কেউ নয়, বঙ্গ রাজনীতির চান্যক মুকুল রায়। ঘনিষ্ঠ সূত্রে খবর, আজই সপুত্র মুকুল যাচ্ছেন তৃণমূল ভবনে, দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।
তবে কি আজই ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। যদিও এই বিষয়ে মুকুল রায়ের তরফে কিছু জানান হয়নি।
কার্যত লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূলের দলত্যাগ শুরু হয়েছিল মুকুল রায়ের হাত ধরেই এবং বিজেপির জেতা ১৮ টি আসনের ছকও কষেছিলেন ধুরন্ধর এই নেতা। এবার বিধানসভা ভোটের প্রার্থী হলেও নিজের কেন্দ্র ছাড়া বিজেপির হয়ে প্রচার করতে তেমনভাবে দেখা যায়নি তাকে।
শপথ বাক্য পাঠের দিন বিধানসভা কক্ষে প্রাক্তন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সুব্রত বক্সীর সাথে দেখা হওয়ার পরেই তুঙ্গে ওঠে জল্পনা। এসবের মাঝেই অসুস্থ মুকুল জায়াকে হাসপাতালে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তখনই একপ্রকার ঢাকে কাঠি পড়ে মুকুলকে নিয়ে।
উল্লেখ্য, মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলের তাবর তাবর নেতারা একে একে ঘাসফুল থেকে নাম লিখিয়েছিলেন পদ্মফুলে। যাদের মধ্যে রয়েছেন অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায়। এবার বিধানসভা ভোটের আগেও অনেক হেভিওয়েট নেতাই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সম্প্রতি যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়া, রথীন চক্রবর্তী, জিতেন্দ্র তিওয়ারি, প্রমুখ। এরইসাথে মুকুলের ফিরে আসার সাথে সাথে বাকি নেতাদেরও ফিরে আসার জল্পনা রয়েই যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584