ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে কুঁড়েঘর বানিয়ে দেওয়ার আশ্বাস মুকুল রায়ের

0
89

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নন্দীগ্রামে বলেছেন, তিনি ওখানে একটি কুঁড়েঘর বানাবেন। এই উত্তরে কলকাতার হেস্টিংস অফিসে বসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, ‘তৃণমূল দল ভোটে হারছে। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসস্থান হিসেবে নন্দীগ্রামে ছোট একটি সরকারি বাড়ি পেতেই পারেন।’

Mukul Roy | newsfront.co
সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব। নিজস্ব চিত্র

পরে তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন নন্দীগ্রাম আর একবার ভবানীপুর। তিনি বুঝে গেছেন, ভবানীপুর অনিশ্চিত। নন্দীগ্রামেও অনিশ্চিত। তাই বলছেন এখানে কুঁড়ে ঘর বানাবেন। বিজেপিই সরকারে এসে ওনার পাওনা ঘর বানিয়ে দেবে।’

আরও পড়ুনঃ নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবেঃ কৈলাশ বিজয়বর্গীয়

অন্যদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,’তৃণমূল লাশের ওপর দিয়ে রাজনীতি করতে চাইছে। স্ট্যান্ড রোডে রেলভবনে আগুন নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রেল আগুন নেভাবার বিষয়ে অসহযোগিতা করেছে। এটা ভুল।’

আরও পড়ুনঃ নন্দীগ্রামে বহিরাগত লেখা পোস্টার, উত্তেজনা

সেই সঙ্গে সংযুক্ত জোটকে নিশানা করে তিনি আরও বলেন, ‘হয়ত উপমুখ্যমন্ত্রী হবার লোভ দেখিয়ে জোটকে সঙ্গে আনার প্রস্তাব দেবে তৃণমূল। আর যেভাবে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ওরা সমালোচনা করছেন, তা লজ্জাজনক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here