নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা পরিস্থিতির কারণে সমগ্র দেশের এখন টালমাটাল অবস্থা। এরই মধ্যে চলছে রাজনৈতিক তরজা। ২০২১-এই আবার বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের প্রস্তুতিও তুঙ্গে। এমন সময় সাউথ অ্যভিনিউয়ের ১৮১ নম্বরে মুকুল রায়ের দিল্লির বাসভবন থেকে সরে গিয়েছে বিজেপির যাবতীয় প্ল্যাকার্ড ও পোস্টার। গেটের পাশে দেওয়াল জুড়ে এত দিন ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহদের ছবি-সম্বলিত প্ল্যাকার্ড। কিন্তু এখন খাঁ খাঁ করছে।
মুকুল-ঘনিষ্ঠদের দাবি, ঝড়-জলে উড়ে গিয়েছে সব! মুকুল রায়ের বাড়ির সামনে থেকে মোদী-শাহের ছবি উধাও হয়ে যাওয়ায় দিল্লি আর রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা শুরু হয়েছে। দিল্লির সাংগঠনিক বৈঠক ছেড়ে হঠাৎ কলকাতায় ফেরা, তারপর এই ব্যানার উধাও হওয়া নিয়ে জোর গুঞ্জন। ঝড়-বৃষ্টিতে তো ফ্লেক্স নষ্ট হওয়ার নয়। তাহলে কি ইচ্ছা করেই সরানো হয়েছে? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।
তবে দলে কোনও সমস্যার কথা উড়িয়ে দিয়ে মুকুল রায় জানিয়েছেন, ”চোখের সমস্যার জন্যই বৈঠক ছেড়ে কলকাতায় ফিরতে হয়েছে। অন্য কোনও কারণ নয়।” কিন্তু হঠাৎ ফ্লেক্স সরল কেন? পরিষ্কার নয় কারও কাছে।
আরও পড়ুনঃ সঙ্কটজনক সোমেন মিত্র, ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত
মুকুলের কলকাতায় ফেরা নিয়ে দিলীপবাবু বলেন, “মুকুলদা আমাদের জানিয়েই কলকাতা গিয়েছেন। করোনা-পরিবেশে তিনি সতর্কও থাকতে চাইছেন বয়সের কারণে। তবে দলের প্রস্তুতি-বৈঠকে তিনি ছিলেন। তার আগে ভিডিয়ো বৈঠকেও তাঁকে পাওয়া গিয়েছে।‘ বিজেপিতে কি গুরুত্ব কমছে মুকুলের? তাৎপর্যপূর্ণ ভাবে দিলীপবাবু বলেন, “আমাদের দলের গুরুত্বটাই আসল, কোনও ব্যক্তির নয়। দল যাকে যে ভাবে ব্যবহার করার প্রয়োজন মনে করে, তাকে সেই ভাবে কাজে লাগায়।‘
আরও পড়ুনঃ করোনার কবলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে রাজ্য বিজেপি নেতাদের। তারই মধ্যে বৃহস্পতিবার আসরে উপস্থিত ছিলেন না মুকুল রায়। শুক্রবার তিনি কলকাতা ফিরে আসছেন। ফলে শুরু হয়েছে তীব্র জল্পনা। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এই বিষয়ে তখন বলেন, “বুধবার বৈঠকে ছিলেন মুকুল রায়। করোনার জন্য উনি কয়েকদিন একটু দূরত্ব বজায় রাখছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584