মোহনা বিশ্বাস,কলকাতাঃ
প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। দীর্ঘদিন ধরেই করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানেই চিকিৎসা চলছিল। ফুসফুসের সমস্যা ছিল তাঁর। তা প্রতিস্থাপনের জন্য দক্ষিণের চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন মুকুল রায়, শুভ্রাংশু রায়রা। কিন্তু শেষরক্ষা হল না।
সেখানকার চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। শেষ সময়ে মা কৃষ্ণা রায়ের পাশে ছিলেন ছেলে শুভ্রাংশু রায়। মুকুল রায় অবশ্য কলকাতাতেই আছেন। তিনি চেন্নাইয়ে যাচ্ছেন না। মায়ের মরদেহ নিয়ে বুধবার কলকাতায় ফেরার কথা শুভ্রাংশু-র।
মে মাসের শুরুর দিকেই মুকুল রায় করোনা আক্রান্ত হন। এরপর মুকুল রায়ের পরিবারের সকলের করোনা পরীক্ষা করলে জানা যায়, তাঁর স্ত্রী কৃষ্ণাদেবীও কোভিড পজিটিভ। মুকুলবাবু চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই ছিলেন। তবে তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। তাই ১১ মে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাতেও যে বিশেষ শারীরিক উন্নতি হয়েছে এমনটা নয়। তাই কৃষ্ণা রায়কে একমো সাপোর্টে রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ হাওড়ায় কিশোরী ক্যারাটে খেলোয়াড়ের রহস্যমৃত্যু
এরপরই ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী অঙ্গদাতার খোঁজ চলছিল। অঙ্গদাতার খোঁজ পাওয়ার পরই কৃষ্ণা রায়কে গত ১৭ জুন এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। মায়ের সঙ্গে গিয়েছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশুও। কিন্তু সুস্থ করে মাকে আর বাড়ি ফেরাতে পারলেন না তিনি।
আরও পড়ুনঃ প্রয়াত আদিবাসী অধিকার রক্ষা কর্মী ফাদার স্ট্যান স্বামী
কৃষ্ণা রায়ের অসুস্থতার খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখতে হাসপাতালে যান। যা সৌজন্যের এক নয়া নজির তৈরি হয়েছিল। এরপর ঘটনা পরই সপুত্র মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা। কৃষ্ণা রায়ের মৃত্যুর খবর শোনার পর মুকুল রায় ও শুভ্রাংশুর প্রতি সমবেদনা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কৃষ্ণা রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, “বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584