নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘করোনা মোকাবিলায় আমাদের থেকে উচ্চ হারে কর নেওয়া হোক’, সরকারের কাছে আর্জি জানালেন বিশ্বের ৮০ জন ধনীতম ব্যক্তি। এই সমস্ত বিত্তবানদের অধিকাংশই বসবাস করেন আমেরিকা ও ব্রিটেনে।
সরকারের উদ্দেশে লেখা যৌথ খোলা চিঠিতে তাঁরা জানিয়েছেন, ‘না, আমরা কেউ আইসিইউ বিভাগে অসুস্থদের সেবা করি না। তাঁদের হাসপাতালে দ্রুত পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স চালাই না। মুদির দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সাজাই না বা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিই না।
আরও পড়ুনঃ ডিজিটাল ইন্ডিয়া গড়তে ভারতে ৭৫ হাজার কোটি টাকা দেবে গুগল, প্রশংসায় মোদী
কিন্তু আমাদের কাছে যা আছে, তা হল বিপুল পরিমাণ অর্থ। এই কঠিন সময় এবং সংকট কাটিয়ে ওঠার পরে আগামী কয়েক বছরেও যা বিশ্বের প্রয়োজনে লাগবে। সেই কারণে এই চিঠিতে সইকারী আমরা কোটিপতিরা সরকারের কাছে অনুরোধ করছি যে, আমাদের থেকে বেশি কর নেওয়া হোক। অবিলম্বে, সামগ্রিক ভাবে এবং চিরকালীন ব্যবস্থায় তা নেওয়া হোক।’
সাম্প্রতিক প্রকাশ্য চিঠিতে ধনকুবেররা জানিয়েছেন, ‘করোনা অতিমারীর প্রভাব আগামী কয়েক দশক ধরে বজায় থাকবে। এর জেরে ৫০ লক্ষেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বেন এবং দারিদ্রসীমা অতিক্রম করে যাবেন। ইতিমধ্যেই আর্থিক সংকটের জেরে প্রায় এককোটি শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। অনেকের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়ার ন্যূনতম সামর্থ্যও নেই। এ ছাড়া হাসপাতালে শয্যার অভাব, মাস্ক ও ভেন্টিলেটরের অপ্রতুলতাজনিত যন্ত্রণা প্রতি মুহূর্তে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য খাতে বিনিয়োগের অভাব সুস্পষ্ট করে চলেছে।’
আরও পড়ুনঃ পথ দেখাচ্ছে পাঁশকুড়ার বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল
ধনকুবেরদের মতে বিত্তের চেয়ে জীবন অনেক মূল্যবান। তাঁদের আর্জি, ‘এই জন্য, দয়া করে আমাদের থেকে কর নিন। কর নিন। কর নিন। এটাই সঠিক সিদ্ধান্ত হবে। এটাই একমাত্র সিদ্ধান্ত হতে পারে। আমাদের অর্থের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ মনুষ্যত্ব।’ বিশ্বের এই কঠিন পরিস্থিতিত ধনকুবেরদের এহেন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584