বাংলাদেশ-ভারত বাণিজ্যের নতুন দিগন্ত মাল্টিমোডাল কন্টেইনার রেল

0
62

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

মাল্টিমোডাল কন্টেইনার রেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্ত শুরু হলো।আজ ২৬ জুলাই বেলা ১২টায় প্রথম কন্টেইনারবাহী ট্রেনটি ভারত থেকে বেনাপোল বন্দরে পৌঁছেছে। কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়ার ৫০টি সাইটডোর কন্টেইনারে পিএন্ডজি বাংলাদেশ লিমিটেডসহ মোট ৮ টি কোম্পানির ৬৪০ টন পন্য নিয়ে প্রথম রেল এলো।

Container train | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

রেলটিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। এর সার্বিক কার্যক্রম পরিচালনা করবে কন্টেইনার করপোরেশন অব ইন্ডিয়ার এজেন্সি হিসেবে টিসিআই বাংলাদেশ লিমিটেড এবং এর ভেন্ডর পার্টনার এম এম ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

এতো দিন ভারত থেকে সড়ক পথেই অধিকাংশ পন্য আমদানি হয়ে আসছিলো। রেলে কন্টেইনারের মাধ্যমে আমদানি হলে আমদানিকারকের পন্যের নিরাপত্তাসহ খরচ ও সময় উভয় বাঁচবে। বাংলাদেশ ও ভারত কাস্টমসের যৌথ প্রচেষ্টায় দুই দেশের রেলওয়ে দপ্তর এই সেবাটি বাস্তবায়ন করেছে। এই কন্টেইনার মুভমেন্টের ফলে দুই দেশের দ্বি-পাক্ষিক বাণিজ্যক সম্পর্ক যেমন উন্নয়ন হবে, তেমনি দুই দেশের ব্যবসায়ীরাও উপকৃত হবেন।

আরও পড়ুনঃ বাংলাদেশকে ‘ইদ উপহার’ দিচ্ছে ভারত

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, কোভিড-১৯ এর শুরুতে উভয় দেশের আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহত হচ্ছিলো। আজ কন্টেইনারের মাধ্যমে আমদানি বাণিজ্য শুরুতে আমাদের স্টক হোল্ডারসহ সকল ব্যবসায়ীর বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্তের সূচনা হলো।

এতে সময়-খরচ যেমন বাঁচবে, তেমনি যথেষ্ট নিরাপত্তাও রয়েছে। ভারত থেকে রেল যোগে মালামাল আসলে আমাদের রেল খাতেও উন্নয়ন হবে। বন্দর একটি চার্জ পাবে। ব্যবসায়ীদের খরচ কম হবে। আগে সাধারণ রেলে পণ্য এসেছে ভারত থেকে। এখন থেকে কন্টেইনারের মাধ্যমে পণ্য আসা শুরু হলো।

আরও পড়ুনঃ যোগ প্রতিযোগীতায় বাংলাদেশের ১৮ বিজয়ীকে ভারত হাই কমিশনারের পুরস্কার

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারত থেকে আজ ওয়াগন ট্রেনে কন্টেইনারের মাধ্যমে পণ্য আসায় ব্যবসায়ীদের মনে আশার আলো সঞ্চার হয়েছে। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ভারত থেকে পণ্যবাহী ওয়াগান আসায় রেল কর্তৃপক্ষ পণ্যবাহী কন্টেইনার প্রতি ৬ হাজার ৪৪০ টাকা পাবে এবং খালি কন্টেইনার ফিরে যাওয়ার সময় রেল কর্তৃপক্ষ পাবে কন্টেইনার প্রতি ৪ হাজার ৫৭৫ টাকা।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here