সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শিরোনামে থাকতে গিয়ে বিপাকে পড়লেন ‘কুইন’। নতুন করে বিপাকে পড়লেন কঙ্গনা রানাওয়াত, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে বান্দ্রার মেট্রোপলিটন কোর্ট। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

kangana ranaut | newsfront.co
কঙ্গনা রানাওয়াত

মুন্নাওয়ার আলি সঈদ নামে এক কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার অভিযোগ দায়ের করেন যে, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা ও তাঁর দিদি ঘৃণা, বিদ্বেষ ছড়িয়েছেন এবং একইসঙ্গে গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করেছেন কঙ্গনা। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ১২৪ ও ৩৪ ধারায় কঙ্গনা ও তাঁর দিদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই কাস্টিং ডিরেক্টর।

আরও পড়ুনঃ ধুন্ধুমার ডোমকল বিডিও অফিস চত্বর

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়েদেও খুলে নির্দেশনামায় বলেন যে, প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে মনে করা হচ্ছে অভিযুক্ত শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অভিযোগকারী যা যা তথ্য দিয়েছেন সবই ইলেক্ট্রনিক মিডিয়ায় মন্তব্য, টুইটার, সাক্ষাৎকার ইত্যাদি। টুইটারের মতো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিলেন অভিযুক্ত। এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন, তদন্তের স্বার্থে সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণাদি বাজেয়াপ্ত ইত্যাদি জরুরি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক ইস্যুতে মুখ খুলে বহুবার শিরোনামে এসেছেন কঙ্গনা রানাওয়াত। নেপোটিজমের অভিযোগ তুলে বহু প্রভাবশালীদের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা। কিছুদিন আগে বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা।

আরও পড়ুনঃ ছত্রধরের অসুস্থতা বিষয়ে জানতে চেয়ে ঝাড়গ্রামের সিএমওএইচ-কে চিঠি এনআইএ-র

মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা টেনে আগুনে ঘি ঢেলে দেন কঙ্গনা। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানায় শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তুমুল বাগযুদ্ধে জড়িয়ে পড়েন কঙ্গনা। এরপরই বান্দ্রার পালি হিলসে কঙ্গনার অফিস ভাঙতে যায় বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। যা ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে।

এরপরে বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করায় কৃষকদের নিশানা করে টুইট করেছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই টুইটকে নিয়ে কর্নাটকে কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। টুমকুরু জেলায় কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here