নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মায়ানগরী মুম্বইয়ের মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের ভ্রূকুটি যেন কাটতেই চাইছে না কলকাতা নাইট রাইডার্সের। ফের দেখা, আইপিএলে রোহিত শর্মাদের কাছে মাথা নিচু নাইটদের। অধিনায়ক বদল করেও ফিরলো না ভাগ্য।
টস জিতে ব্যাটিং নেন মরগ্যান। এদিন বেন্টনকে বাদ দিয়ে ক্রিস গ্রীনকে খেলায় কেকেআর। ওপেন করেন ত্রিপাঠি ও গিল। মাত্র ৭ রান করে ডাগ-আউটে ফেরেন ত্রিপাঠি। নীতিশ রানাও ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ৫ রান করেন তিনি। ৮ বলে মাত্র ৪ রানে রাহুল চাহারের বলে বোল্ড হন কার্তিক। শুভমন গিল ২১ রান করে ডাগ-আউটে ফেরেন। আন্দ্রে রাসেল এদিনও ফের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেন। মাত্র ১২ রান করে আউট হন।
মাত্র ৬১ রানে পাঁচ উইকেট হারায় কেকেআর। সেখান থেকে দলকে টানেন অধিনায়ক মরগ্যান। তাকে সঙ্গ দেন কামিন্স ষষ্ঠ উইকেটে দু’জনে ৮৭ রানের অবিভিক্ত পার্টনারশিপে কেকেআর ইনিংসকে লজ্জার হাত থেকে বাঁচায়। দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন কামিন্স। ৩৬ বলে পাঁচটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নাইটদের এই অল-রাউন্ডার। আর ২৯ বলে ২টি ছক্কা ও ২টি চার-সহ ৩৯ রানের অপরাজিত থাকেন মরগ্যান। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৮ তোলে নাইটরা।
আরও পড়ুনঃ ভবানীপুরকে হারিয়ে আই লিগে মহামেডান
রান তাড়ায় আক্রমণাত্মক শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ৬ ওভারে ৫১ রান তুলেছিলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক। রোহিত (৩৬ বলে ৩৫) প্রথম ওভার অফস্পিনার ক্রিস গ্রিনকে দিয়ে শুরু করেছিল কলকাতা। কিন্তু লাভ হল না, কুইন্টন রীতিমতো ছেলেখেলা করলেন কেকেআর বোলারদের নিয়ে। ৭৮ রানে অপরাজিত থাকেন ডি’কক। তিন ওভার বাকি থাকতেই আট উইকেটে জয় পেল মুম্বই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584