নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রথম আইপিএল থেকেই শাহরুখ খান তাঁর ছেলেদের কাছে শুধু মুম্বই ম্যাচটা জেতার উপহার চান আর প্রায় অধিকাংশ বার কিং খানকে উপহার দিতে ব্যর্থ হয় নাইটরা। গত বারো বারের রিপিট টেলিকাস্ট হল ১৩ তম আইপিএলেও।
রোহিত শর্মাদের ব্যাটিং বিস্ফোরণের পাল্টা দিতে পারলো না কেকেআর ব্যাটিং। ফল স্বরূপ মুম্বইয়ের কাছে হেরেই আইপিএল অভিযান শুরু করলো কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে বোলিং নেয় কেকেআর। আর তার পরেই হিটম্যানের ঝড়ে প্রায় উড়ে যায় নাইট বোলিং। সব চেয়ে দামি বোলার প্যাট কামিন্সও ডোবালেন। একটা সময় এমন ব্যাটিং চলছিল মনে হচ্ছিল মুম্বই হয়তো ২২০-র কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু মাভির বলে রোহিত আউট হওয়ার পরে মুম্বইয়ের রান তোলার গতি কমে যায়।রোহিতের ৫৪ বলে ৮০ রানের সৌজন্যে ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করল ৫ উইকেটে ১৯৫ রান। নাইটদের বিরুদ্ধে তাঁর রান হল ৮৯৫।
মুম্বইয়ের রান তাড়া করতে নেমে কলকাতার ওপেনার শুবমান গিলকে (৭) শুরুতেই ফেরান বোল্ট। প্যাটিনসনকে মারতে গিয়ে আউট হন সুনীল নারিন (৯)। কার্তিক ও নীতীশ রাণা ইনিংস গোছানোর কাজ করছিলেন। রাহুল চহারের বলে এলবিডব্লিউ হন কার্তিক (৩০) । নীতীশ রানা ফেরেন ২৪ রানে। রাসেল নেমে নাইটরা স্বপ্ন দেখলো সেটা সফল হল না তিনি রান পেলেন না। এক ওভারে রাসেল ও মর্গ্যানকে আউট করে ম্যাচের রাশ রোহিতের হাতে তুলে দেন বুমরাহ। ৪৯ রানে হারলো কেকেআর। হতাশ নাইট সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584