নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফের দুরন্ত মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে ফাইনালে চলে গেল তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম প্লে অফে এদিন টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস।
আর এটাই কাল হল শুরুতেই ক্যাপ্টেন রোহিত শর্মা কোনো খাতা না খুলে অশ্বিনের বলেপ্যাভিলিয়নে ফেরেন। রোহিতের উইকেট হারালেও অন্য ওপেনার কুইন্টন ডি’কক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তাঁকে সঙ্গে দেন সূর্যকুমার যাদব।
দ্বিতীয় উইকেটে দু’জনে ৩৭ বলে ৬২ রান যোগ করে মুম্বইকে দারুণ শুরু দেন। সুর্যকুমারকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লে-তে ৬৩ রান যোগ করেন ডি’কক। ওভার পিছু ১০ রান করে নিয়ে বড় রানের ভিত গড়ে দেন এই দু’জনে৷ তবে হাফ-সেঞ্চুরির আগেই ডি’কক-কে ফেরান অশ্বিন। ২৫ বলে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্ক-সহ ৪০ রান করে আউট হন ডি’কক৷
আরও পড়ুনঃ রোহিত ইস্যুতে শাস্ত্রীকে মিথ্যাবাদী বলছেন সেহওয়াগ
এরপর ক্রিজে এসে দারুণ ব্যাটিং উপহার দেন ধোনির রাজ্যের ইশান কিশান। ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি৷ ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি৷ দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন সূর্যকুমারও। ৩৮ বলে ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা-সহ ৫১ রানের ইনিংস খেলেন তিনি৷ এ নিয়ে মরসুমে চারটি হাফ-সেঞ্চুরি করেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান। রান পেলেন না পোলার্ড ৷ ২০ ওভারে পাঁচ উইকেটে ২০০ রান তোলে মুম্বই।
আরও পড়ুনঃ আগের ধোনি কি এই ধোনিকে মেনে নিতো প্রশ্ন ইরফানের
জবাবে মুম্বইয়ের আগুনের পেস বোলিং যেন বিভীষিকা হয়ে যায় দিল্লি ব্যাটিং লাইনের কাছে৷ কোনও রান যোগ করার আগেই দিল্লির প্রথম তিন ব্যাটসম্যান ডাগ-আউটে ফিরে যান৷ ইনিংসের দ্বিতীয় বলেই ফর্মে না-থাকা পৃথ্বী শ-কে ডাগ-আউটে ফেরান ট্রেন্ট বোল্ট৷ এরপর রাহনেকে ফেরান বোল্ট ৷ এরপর বুমরাহ তার দুরন্ত ইয়র্কারে শিখর ধাওয়ানকে বোল্ড করেন৷
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, মার্কাস স্টওনিস এবং ড্যানিয়েল স্যামস তাঁর শিকার৷ ৮ বলে তিনটি বাউন্ডারি মেরে ১২ রান করার পর বুমরাহের শিকার হন তিনি৷ এরপর ঋষভ পন্তকে ফেরান ক্রুনাল পান্ডিয়া৷ ২০০ রান তাড়া করতে নেমে ৪১ রানে পাঁচ উইকেট হারায় ৷
তবে স্টিইনিস ও অক্ষর প্যাটেল কিছুটা মান বাঁচান ৷ তবুও শেষ রক্ষা হল না দিল্লির তবুও তারা আর একটা সুযোগ পাবে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মধ্যে যে জিতবে তাঁদেরকে হারালে মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনাল খেলার সুযোগ মিলবে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584