দিল্লিবধ করে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই

0
67

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

পাঁচ বার আইপিএল জিতে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স সবার থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। এদিন আইপিএল ২০২০ ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Mumbai Indians | newsfront.co

কিন্তু বোল্টের প্রথম বলেই দিল্লির ওপেনার স্টোয়নিস নিজের উইকেট হারায়। তার পরেই তৃতীয় ওভারে দিল্লি হারায় তাদের দ্বিতীয় উইকেট আজিনকিয়া রাহানের। জেতার জন্য মরিয়া চ্যাম্পিয়ন টিম মুম্বাই ইন্ডিয়ান্স শান্ত রইল না, চতুর্থ ওভারেও দিল্লির তৃতীয় উইকেটের পতন হলো শিখর ধাওয়ানের।

আরও পড়ুনঃ পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্ত জুটি হিসেবে ভালো খেললেও ১৫ ওভারে ৫৬ রান করার পরে ঋষভ পান্ত তার উইকেট হারায়। দিল্লির পরের উইকেট পতন ঘটল ১৮ ওভারে হিটমায়ারের। ২০ ওভার শেষে দিল্লির অধিনায়কের অভিনব ব্যাটিং এর কারণে দিল্লি পৌঁছায় ১৫৬ রানে ।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলেই ছুটিতে বিরাট দলে রোহিত

অপরদিকে মুম্বাই এর ব্যাটিং শুরু হয় অধিনায়ক রোহিত শর্মার ছক্কা দিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের ডি কক ও রোহিত শর্মার ব্যাটিং তান্ডব দিল্লিকে ম্যাচ থেকেক্রমশ সরিয়ে নিয়ে যায়। পঞ্চম ওভারেই মুম্বাই এর প্রথম উইকেটের পতন ঘটে ডি ককের। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ১০ বল বাকি থাকতেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here