অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতের মাটিতে আয়োজিত পরের বছরের ইংল্যান্ড সিরিজের ১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচই সদ্য নির্মিত আহমেদাবাদের মোতেরাতে। মুম্বই, কলকাতার মত বাকি ভেন্যুরা কার্যত বঞ্চিত। সচিব জয় শাহর রাজ্য বলেই কি এই সুবিধা! প্রশ্ন ভারতীয় ক্রিকেটে উঠতে শুরু করেছে।
এবার বোর্ডের সদস্যভুক্ত ক্রিকেট সংস্থার মধ্যে ক্ষোভ চরমে। গত বৃহস্পতিবারই বোর্ডের তরফে আসন্ন ইংল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ৪টে টেস্টের সঙ্গে তিনটে ওডিআই এবং পাঁচটা টি২০ খেলবে দুই দল। সিরিজ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ৫ তারিখে। শেষ হবে ২৮ মার্চ। প্রায় দু’মাসের ক্রিকেট সিরিজ শুরু হবে চেন্নাইয়ে টেস্টের মাধ্যমে। তারপর যথাক্রমে টি২০ ও একদিনের সিরিজ খেলা হবে।
তবে টেস্ট দুই ভেন্যুতে হবে। চেন্নাইয়ে প্রথম দুই টেস্টের পর বাকি দুই টেস্ট হবে আহমেদাবাদে। যার মধ্যে একটি আবার গোলাপি বলে দিন রাতের। টি২০-র পাঁচটি ম্যাচই হবে মোতেরায়। একদিনের সিরিজ হবে পুণের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। তিনটি ম্যাচই। সিরিজের এই ভেন্যু নিয়ে অসন্তোষের কারণ বোর্ডের সূচিতে ম্যাচ পাওয়ার কথা ছিল মুম্বই ও কলকাতারও।
আরও পড়ুনঃ যত তাড়াতাড়ি সম্ভব ভুলগুলো সামলাতে হবে বলছেন হাবাস
যদিও বোর্ড কর্তাদের যুক্তি করোনার জন্য বারবার যাতায়াত করতে অসুবিধা হবে তাই একটা জায়গায় বায়ো বলয় করলে সুবিধা।সৌরভের নিজস্ব ক্রিকেট সংস্থা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বিষয়টা নিয়ে সৌরভকে জানান। সৌরভ তাকে জানান পরে ভারতে যে হোম সিরিজ হবে সেই ম্যাচ গুলো ইডেন পাবে ।
শুধু বোর্ড সচিবের রাজ্য নয় পুণে কীভাবে একদিনের সিরিজের সব ম্যাচের আয়োজন করছে, তা নিয়েও বিস্মিত প্রত্যেক ক্রিকেট সংস্থা। এছাড়া জয় শাহর সঙ্গে শ্রীনিবাসনের মেয়ে যিনি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিশনের তার সঙ্গে সুসম্পর্কর জন্য চেন্নাই দুটো টেস্ট পেল এমনই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফের অনিশ্চয়তা! ফের অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে হবে রোহিতকে
অনেকে আবার প্রশ্ন তুলছে জয় শাহর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভোটেই সৌরভ বোর্ড সভাপতি হন তাই সৌরভের চাইলেই বিসিসিআইতে সব কিছু করা সম্ভব নয়। ফলে কার্যত বলাই যায় মুম্বই লবির পরে বোর্ডে গুজরাট লবির মুন্সিয়ানা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584