টিআরপি মামলায় এবার গ্রেফতার রিপাবলিক টিভির শীর্ষ কর্তা

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভুয়ো টিআরপি মামলায় ফের বিপাকে পড়ল রিপাবলিক টিভি। রেটিং মামলায় জড়িত থাকার অভিযোগে এবার গ্রেফতার করা হল রিপাবলিক টিভির ডিস্ট্রিবিউশন হেড ঘনশ্যাম সিংকে। পুলিশ সূত্রে খবর, আজই তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, অন্য একটি মামলায় রিপাবলিক মিডিয়ার এডিটর-ইনচিফ অর্ণব গোস্বামীও গ্রেপ্তার হয়েছেন।

Arrest | newsfront.co
প্রতীকী চিত্র

রিপাবলিক নেটওয়ার্ক-সহ তিনটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে চ্যানেলের রেটিং দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের তদন্ত করছে মুম্বই পুলিশ। সেই সূত্র ধরেই রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট তথা ডিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য আধিকারিক ঘনশ্যাম দিলীপকুমার সিং-কে একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছিল।

এদিন সকাল ৭ টা ৪০ মিনিট নাগাদ আচমকাই তাঁর বাড়িতে হানা দেয় মুম্বই পুলিশের বিশেষ দল। মঙ্গলবার থানের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এখনও পর্যন্ত এই অভিযোগের তদন্তে নেমে ১২ জনকে গ্রেপ্তার করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশি এফআইআরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এই প্রথম নয়, এর আগেও সিআইইউ রিপাবলিক মিডিয়ার ডিস্ট্রিবিউশন হেডকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। রেটিং দুর্নীতির সঙ্গে ঘনশ্যামের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

গত মাসেই রেটিং দুর্নীতির খবর সামনে আসে। মুম্বই পুলিশ জানতে পারে, রেটিং বাড়ানোর জন্য রিপাবলিক টিভি বেশি করে দেখতে টাকা দেওয়া হয়। এরপরই রিপাবলিক টিভির বিরুদ্ধে মামলা রুজু হয়। এছাড়াও আরও দু’টি আঞ্চলিক চ্যানেলের বিরুদ্ধেও মামলা হয়।

আরও পড়ুনঃ নোট বাতিলের চতুর্থ বর্ষপূর্তিতে প্রশংসায় পঞ্চমুখ নির্মলা, পাল্টা তোপ কংগ্রেসের

মুম্বই পুলিশ কমিশনার জানিয়েছিলেন, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ইস্যুতে প্রচুর মিথ্যে খবরও ছড়িয়েছে। সেই মিথ্যে খবর ছড়ানোর ঘটনারই তদন্ত চলছে। আর তাতেই উঠে এসেছে এই টিআরপি বাড়িয়ে দেখানোর বিষয়টি।

তবে, রিপাবলিক মিডিয়া গ্রুপের তরফে পালটা দাবি করা হয়েছে যে, সুশান্ত সিং রাজপুত মৃত্যু সংক্রান্ত তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্যই চ্যানেলের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here