মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
মুম্বইয়ে এক প্রমোদতরী থেকে মাদক সহ আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খান ও তাঁর সঙ্গীদের। এই মাদক মামলার তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়েকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। এবার ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সমীর ওয়াংখেড়ে এবং এনসিবি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্তকারী দলও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তদন্তের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) দিলীপ সওয়ান্ত। এছাড়াও, চার সদস্যের তদন্তকারী দলে থাকছেন আজাদ ময়দান এবং কোলাবা থানার একজন করে অফিসার। সঙ্গে থাকছেন মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি)-র একজন অফিসার এবং বাহিনীর সাইবার সেলের একজন অফিসার। এর পাশাপাশি, ডিসিপি হেমরাজ সিংহ বাগুলের কাছ থেকেও সহায়তা পাবেন মুম্বই পুলিশের তদন্তকারী দলের আধিকারিকরা।
মুম্বই পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যে মুম্বই পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তোলাবাজির চারটি পৃথক অভিযোগের তদন্তের জন্য চার সদস্যের তদন্তকরী দল গঠন করা হয়েছে। ওয়াংখেড়ের বিরুদ্ধে যে চারটি পৃথক অভিযোগ পাওয়া গিয়েছে, তার মধ্যে রয়েছে এনসিবি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী প্রভাকর সেল, আইনজীবী সুধা দ্বিবেদী, কনিষ্ক জৈন এবং নীতিন দেশমুখের দায়ের করা চারটি অভিযোগ। এই চারটি অভিযোগের আলাদাভাবে তদন্ত করবে ওই চার সদস্যের তদন্তকারী দল।
আরও পড়ুনঃ সাইলের পর আরেক সাক্ষী, NCB-র বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগে বিস্ফোরক
এদিকে, আরিয়ান কণ্ডে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়া চারটি অভিযোগের আলাদাভাবে তদন্ত শুরু হলেও তাঁকে যে আরিয়ান-মামলা থেকে সরানো হচ্ছে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুনঃ অনলাইনে স্মার্টফোনের পরিবর্তে আসত ‘সাবান’, প্রতারণা চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ
এনসিবি আধিকারিক জ্ঞানেশ্বর সিংহ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ঘুষের তদন্তে যদি ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও রকম গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়া যায়, তাহলে তাঁকে মাদক কাণ্ডের তদন্ত থেকে সরানো হবে না। সেক্ষেত্রে ওয়াংখেড়েকে এই মাদক মামলায় বহাল রাখা হবে বলেই জানিয়েছেন এনসিবি আধিকারিক জ্ঞানেশ্বর সিংহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584