টিআরপি কেলেঙ্কারি মামলায় মুম্বাই পুলিশের চার্জশিটে অভিযুক্ত অর্ণব গোস্বামী

0
109

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

টিআরপি কেলেঙ্কারি মামলায় মঙ্গলবার মুম্বাই পুলিশ চার্জশিটে অভিযুক্তদের তালিকায় ARG আউটলিয়ার মিডিয়া কোম্পানির আওতায় থাকা রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীর নাম জমা করল আদালতে।

Arnab Goswami | newsfront.co
ছবি সৌজন্যেঃ livelaw.in

এসপ্ল্যানেড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেওয়া মুম্বাই পুলিশের ১৮০০ পাতার চার্জশিটে অর্ণব ছাড়াও রয়েছে কোম্পানির আরও ৪ জনের নাম। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কোম্পানির সিইও প্রিয়া মুখোপাধ্যায়, শিভা সুন্দরাম ও শিবেন্দু মূলেলকর। টিআরপি কেলেঙ্কারি ঘটনায় এফআইআর দায়ের হওয়ার প্রায় ৯ মাস পর জমা পড়ল চার্জশিট।

২০১৭ সালে সম্প্রচার শুরু হওয়া রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা ছিলেন অর্ণব গোস্বামী ও রাজিব চন্দ্রশেখর। পরে রাজিব তার মালিকানার একটা বিশাল অংশ অর্ণবকে বিক্রি করে দেয়। প্রায় প্রথম থেকেই রিপাবলিক টিভি দাবি করে আসছে টিআরপি রেটিংয়ে তাদের চ্যানেলই দেশের শীর্ষে। তার পরেই টিআরপি কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে।

Republic TV TRP | newsfront.co
ছবি:লাইভ ল

মাস্টারমাইন্ড হিসাবে নাম উঠে আসে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তের নাম। নির্দিষ্ট চ্যানেলকে সুবিধা পাইয়ে দিতে রেটিংয়ের হেরফেরের অভিযোগ ওঠে পার্থের বিরুদ্ধে। সঙ্গে মুম্বাই পুলিশ দাবি করে কারচুপি করে রেটিং পয়েন্ট বাড়িয়ে রিপাবলিক টিভি বিজ্ঞাপন বাবদ বেআইনি অর্থ সংগ্রহ করত।সেই মামলায় গ্রেপ্তার হন অর্ণব গোস্বামী। পরে আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি পান অর্ণব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here