নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সোশ্যাল মিডিয়ায় করা যাবে না কোন সরকার বিরোধী পোস্ট, নির্দেশ মুম্বাই টিআইএফআর কর্তৃপক্ষের। দেশের অন্যতম সেরা গবেষণাকেন্দ্রের খোদ রেজিস্ট্রার কর্মীদের প্রতি নির্দেশ জারি করেছেন, টিআইএফআর- এর কর্মীরা বা তাঁদের পরিবারের কেউ নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কেন্দ্রীয় সরকার বিরোধী কোন পোস্ট করতে পারবেন না, সংস্থার কোন ছবি বা ভিডিও-ও পোস্ট করতে পারবেন না কারণ তাতে নাকি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
TIFR-এর রেজিস্ট্রার, অবসর প্রাপ্ত উইং কম্যান্ডার জর্জ অ্যান্টনি একটি নির্দেশিকা জারি করেন এই বিষয়ে। এই নির্দেশিকায় গত ১৩ এপ্রিল ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জির তরফে লেখা একটি চিঠির কথা উল্লেখ করে জানান ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জির বেশ কিছু ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা গিয়েছে যার জেরে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা।
আরও পড়ুনঃ মাওবাদী নাশকতার আশঙ্কা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগামী ১৫ দিন হাইঅ্যালার্ট জঙ্গলমহলে
নির্দেশিকায় বলা হয়েছে যে, দেখা গিয়েছে সংস্থার বেশ কিছু অসন্তুষ্ট কর্মী ক্রমাগত সরকার বিরোধী পোস্ট করে চলেছেন। তা চিহ্নিত করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি ও ডিপার্টমেন্ট। নির্দেশিকার প্রাপ্তি স্বীকার করে TIFR-এর ডিরেক্টর অধ্যাপক এস রামাকৃষ্ণন জানিয়েছে তিনি এই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন সোমবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584