শ্রেয়াশ আইয়ারের নেতৃত্বে বিজয় হাজারে ট্রফি জিতল মুম্বাই

0
107

স্পোর্টস ডেস্কঃ

শ্রেয়াশ আইয়ারের নেতৃত্বে বিজয় হাজারে ট্রফি জিতল মুম্বাই। তারা আজ গৌতম গম্ভীরের দিল্লীকে ৪ উইকেটে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে শিভম দুবে(৩), ধবল কুলকার্নি (৩) ও তুষার দেশপান্ডে’র(২) বোলিংয়ের সামনে দিল্লী ৪৫.৪ ওভারে মাত্র১৭৭ রানে গুটিয়ে যায়। দিল্লীর হয়ে হিম্মত সিং সর্বোচ্চ ৪১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই নভদীপ সাইনির(৩) দূর্দান্ত বোলিংয়ের সামনে পৃথ্বী শাও(৮), অজিঙ্কা রাহানে(১০), শ্রেয়াস আইয়ার(৭) ও সূর্য কুমার যাদব’কে(৪) হারিয়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪০। সেখান থেকে হাল ধরেন এস লাড্(৪৮) ও আদিত্য তারে। অবশেষে মুম্বাই ৬ উইকেট হারিয়ে ৩৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মুম্বাইয়ের হয়ে আদিত্য তারে সর্বোচ্চ ৭১ রান করেন।

এই নিয়ে মুম্বাই তৃতীয় বার বিজয় হাজারে ট্রফি জিতল। তামিলনাড়ুর অভিনব মুকুন্দ এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৬০ রান করেন ৯ ম্যাচে।(ছবি-টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here