সস্ত্রীক আক্রান্ত কলকাতা পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শোভন চট্টোপাধ্যায় হোক বা ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার প্রথম তিন মাথার মধ্যে বরাবরই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন একসময়ের পুরসভার ডেপুটি মেয়র তথা বর্তমানে কলকাতা পুর প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ।

man | newsfront.co
অতীন ঘোষ

সারা শহরের মানুষের ভালো থাকার জন্য পুরসভার স্বাস্থ্য বিভাগকে সক্রিয় করা ছাড়া বিভিন্ন ওয়ার্ডে করোনা পরীক্ষা করার ব্যবস্থা করেছেন তিনি নিজেই। সেই অতীন ঘোষ এবার আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ এই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সে কথা।

এদিন তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘কয়েক মাস ধরে আমাদের শহরের কোভিড লড়াইয়ে অংশ নিয়ে প্রথম সারিতে থেকে এবং যথাযথ স্ব-সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরেও আমি গতকাল কোভিড পজিটিভ হয়েছি।আমার লক্ষণগুলি হালকা, তাই আমি আমার স্ত্রী সহ আমার বাসভবনে স্ব-বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে হালকা লক্ষণ সত্ত্বেও, স্বাস্থ্যসম্মতভাবে আমরা পুরোপুরি সুস্থ বোধ করছি।

আমার কোয়ারেন্টাইন সময় শেষ হয়ে গেলে, আমি আবার কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি। আমি আবারও কলকাতা কর্পোরেশনের পক্ষে সামনের লাইন থেকে নতুন শক্তি, উদ্যোগ এবং উদ্যমের সাথে লড়াই করব।’

আরও পড়ুন: বেহালায় করোনাজয়ী নার্সকে হেনস্থা, পাড়াছাড়া করার হুমকি প্রতিবেশীদের

প্রসঙ্গত সপ্তাহ খানেক আগে তিনি শেষ পুরসভায় এসেছিলেন। তারপর অনেকদিন ধরে তাকে দেখতে না পাওয়ায় অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে এদিন ফেসবুকে তিনি সমস্ত কিছু জানালে তার পজিটিভ এনার্জির প্রশংসা করেছেন সকলেই। কারণ তার এই এনার্জি যে শহরকে অনেকটা সুস্থতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই ৷ সেই কারণে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here