মনিরুল হক, কোচবিহারঃ
নিজে করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার গোটা বিশ্বকে করোনার গ্রাস থেকে মুক্ত করতে শিব পুজো ও যজ্ঞ করলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং। কোচবিহার শহরের গোয়ালপট্টি এলাকায় নিজের বাড়িতে ওই পুজো ও যজ্ঞের আয়োজন করেন তিনি। ভূষণ সিং জানান, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার।
শিব ভক্তরা গোটা শ্রাবণ মাস ধরেই শিবের আরাধনা করেন। সোমবার গুলোতে বিশেষ পুজাে হয়। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারকে শিব পুজাে যজ্ঞের জন্য বেছে নেওয়া হয়েছে। চার পুরোহিত মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করছেন।
যে ভাবে করোনা আতঙ্কের মধ্যে মানুষ দিন যাপন করছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই শিব আরাধনা ও যজ্ঞ বলে ভূষণ বাবু জানান। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং। তিনি শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনঃ উদ্বোধন হলো কুলডিহা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আমানত সংগ্রহের
তিনি সুস্থ হতে না হতেই তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। তিনিও বর্তমানে সুস্থ হয়ে ফিরেছেন। আর তারপরেই ভূষণ বাবুর এই শিব পুজাে ও যজ্ঞের আয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584