নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পুরসভা এবং পঞ্চায়েত এলাকার মধ্যে অবস্থিত পশ্চিম কল্লা ও দোকান্ডা এলাকা শীতকালে মরশুমি ফুলের জন্য জগৎ বিখ্যাত।
আর তার টানেই শীতকালে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের ভীড় উপচে পড়ে এই সব এলাকায়। শুধুমাত্র ফুলের সৌন্দর্যের টানে ছুটে আসে পর্যটকরা।
আজ ওই অস্থায়ী পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসে ছিলেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, তিনি বেশ কয়েকজন পর্যটকদের সঙ্গে কথাও বললেন।
পর্যটকদের একাংশের আবেদন ছিল, নদী পারাপারের জন্য একটি অস্থায়ী সেতু। যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য কাঁসাই নদীর দুই তীরেই, তাই স্বাভাবিক ভাবেই নদী পেরোতে হয়।
পর্যটকদের দাবি মেনে পুরসভার চেয়ারম্যান তৎক্ষণাৎ ইরিগেশন ডিপার্টমেন্টের অফিসারের সঙ্গে কথা বলে পর্যটকদের আশ্বাস দেন রাস্তা তৈরির কাজ ২-৩ দিনের মধ্যেই শুরু হবে।
আরও পড়ুনঃ বীরপাড়ায় অনুষ্ঠিত হল চিত্র প্রর্দশনী
এছাড়াও বায়ো-টয়লেট এর ব্যবস্থা করে দেবেন বলে জানান। আগামী দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য পাঁশকুড়া পুরসভার পক্ষ থেকে পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্রের কাছে পার্ক তৈরি করার জন্য একটি প্রস্তাব দেন। খুব শীঘ্রই তা কার্যকর হবে বলে জানান নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584