নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়াঃ
দীর্ঘদিন ধরে সরকারি বঞ্চনার প্রতিবাদে সোনামুখী পুরসভার অন্তর্গত স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভ দেখালেন ।বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনকে বিপন্ন করে কাজ করে চলেছেন ।
বাড়ি বাড়ি গিয়ে কোভিড আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা থেকে বর্তমান সময়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সহ বিভিন্ন সরকারি কাজ তাদের করতে হচ্ছে কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে সরকারের কাছে তারা অবহেলিত হয়ে আসছেন । সে কারণে সরকারি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সোনামুখী পুরসভার অন্তর্গত স্বাস্থ্যকর্মীরা তাদের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন ।
আরও পড়ুনঃ রামনগরে বিজেপির মিছিলে হামলা, অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে
বেশকিছু সময় তারা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন। মূলত তাদের দাবি গুলি ছিল ৬৫ বছর পর্যন্ত তাদের চাকরির স্থায়ীকরণ করতে হবে ,পদ অনুযায়ী পে -স্কেল এর ব্যবস্থা করতে হবে , সামাজিক সুবিধা পিএফ পেনশন , গ্রাচুইটির ব্যবস্থা ,নির্দিষ্ট সময় অন্তর ইউনিফর্ম, কিডস ব্যাগ ,ছাতা প্রদান করতে হবে । এই ধরণের দাবি-দাওয়া নিয়ে আজ তারা বিক্ষোভে সামিল হন ।
আরও পড়ুনঃ চা-শ্রমিকদের বড়দিনের প্রস্তুতি তুঙ্গে ফালাকাটায়
পাশাপাশি গতকাল কালীঘাটে স্বাস্থ্য কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ তারা কালো ব্যাচ লাগিয়ে বিক্ষোভে সামিল হন ।কবিতা সাহা দাস , পাপিয়া চন্দ্র নামের পুর স্বাস্থ্যকর্মীরা বলেন , আমরা যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে ।
তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন আমাদের বিষয়টা যদি একটু মানবিকতার সাথে দেখেন, তাহলে খুব উপকৃত হয় ।এভাবে আর কতদিন তাদেরকে কাজ করতে হবে সে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের স্বাস্থ্য কর্মীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584