নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শিলাবতীর জলে তোড়ে ভেসে গেল ঘাটালের ঐতিহ্যবাহী ভাসমান সেতু। বৃহস্পতিবার ভোরেও নিস্তার নেই! বুধবার ভোর রাতের মতই প্রবল বৃষ্টি। বুধবার দুপুর থেকেই জলের তোড় বাড়ছিল। বৃহস্পতিবার সকালেই অনভিপ্রেত ঘটনাটা ঘটে গেল।
সকাল ৮টা ১৫ নাগাদ শিলাবতীর জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেল ঘাটাল শহরের ঐতিহ্যবাহী ভাসা পোল।সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হল ঘাটাল মূল বাজারের সাথে ঘাটাল পূর্ব প্রান্তের এলাকাগুলি। ওইসব এলাকাবাসীদের এবার ঘুরপথে ঘাটাল ব্রিজ ব্যবহার করেই এপার ওপার হতে হবে।
আরও পড়ুনঃ বহরমপুর পৌরসভার অন্তর্গত বাজার পরিস্কার রাখতে উদ্যোগ
সকাল সাড়ে দশটা নাগাদ ঘাটাক পৌরসভার তরফে ফের ভাসা পোল বাঁধতে সক্ষম হয়েছে ঘাটাল পৌরসভা কর্তৃপক্ষ।তবে ঘাটাল পৌরসভা থেকে জানানো হয়েছে ভাসা পোল ভেঙে বা ভেসে যায়নি। অতিরিক্ত জলের চাপ ও নদীর গতিপথে নানান আবর্জনা ও ভেসে আসা না সাঁকোর কারণে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ঐতিহ্যবাহী ভাসা পোল।তাই কিছুক্ষণ ভাসা পোলের কিছু অংশ খুলে রেখে সেগুলি পার করিয়ে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584