নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এবার বিক্ষোভে সামিল হলেন পুরসভার কর্মীরা ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার সমস্ত কর্মীরা বেতন বৃদ্ধি, সরকারি নির্দেশিকা মেনে পুরসভার স্বাস্থ্যকর্মীদের পাওনা টাকা প্রদান সহ ৮ দফা দাবি নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখালো ।
জানা গেছে এই দাবিগুলি অবিলম্বে না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে পুরসভার কর্মীরা।
আরও পড়ুনঃ চিকিৎসকের অভাবে ধুঁকছে বটুন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র
এদিন পুরসভার এক কর্মী জানান, গত পাঁচ বছর ধরে আমাদের পুর- প্রধানের কাছে এই দাবিগুলি রেখেছিলাম কিন্তু কোনভাবেই মানা হয়নি এই দাবিগুলি ৷ এদিন দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ ৷ অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584