নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ছয় মাসের সাম্মানিক দান করলেন রায়গঞ্জ পুরসভার ১৮ জন কাউন্সিলর। পুরপিতা, উপ-পুরপিতা সহ ১৮জন কাউন্সিলর সোমবার উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে ১লক্ষ ৯৫ হাজার টাকার চেক তুলে দেন।
রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির উকিলপাড়ার কাউন্সিলর অনিরুদ্ধ সাহা বলেন, পুরসভার উপ-পুরপিতা অরিন্দম সরকার আগেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাম্মানিক দান করেছেন।
আরও পড়ুনঃ ৭মে থেকে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে বলে জানাল কেন্দ্র
আজ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাস সহ আমরা ১৮ জন কাউন্সিলর ছয় মাসের ভাতা ১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক জেলাশাসকের হাতে তুলে দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনিরুদ্ধবাবু।
জেলা শাসক অরবিন্দ মিনা বলেন, ১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক এদিন রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত মজবুত করতে রায়গঞ্জ পুরসভার পুরপিতা ও কাউন্সিলরদের এই উদ্যোগকে স্বাগত জানায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584