পাড়ায় পাড়ায় লকডাউনের নীতি পুরসভার কাউন্সিলরদের

0
68

পিয়ালী দাস, বীরভূমঃ

করোনা সংক্রমণ ব্যাধির জেরে দেশজুড়ে চলছে লকডাউন পশ্চিমবঙ্গও লকডাউনের ব্যাতিক্রম হয়নি। রাজ্য সরকারের নির্দেশ মেনে এবার পাড়ায় পাড়ায় লকডাউনের নীতি নিল পুরসভার কাউন্সিলররা।

municipality councillors announces lockdown in wards | newsfront.co
নিজস্ব চিত্র

ওয়ার্ডের ভেতরে আশা এবং বাইরে যাবার রাস্তা গুলোতে বাঁশ লাগিয়ে ব্যারিকেড তৈরি করা হলো এবং পরিষ্কার কাগজের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে বহিরাগতদের এলাকায় প্রবেশ নিষেধ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া শহরের ৮ নং ওয়ার্ডে।

ওয়ার্ডে কাউন্সিলর গোপীনাথ চক্রবর্তী জানান পরিস্থিতির বিচারে করোনা সংক্রমণ বাইরের মানুষের দ্বারা এলাকায় যাতে না আসতে পারে তার জন্য এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সরকারি কোয়ারেন্টাইনে যথাযথ পরিষেবা না পেয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রমিকরা

পাশাপাশি ওয়ার্ডের দুঃস্থ মানুষদের খাওয়া-দাওয়ার দায়িত্ব  সমস্তটাই নিজেদের কাঁধে তুলে নিয়েছি যেহেতু রাজ্য সরকার আগামী ১৫ তারিখ অবধি লকডাউন ঘোষণা করেছে তাই, এলাকার মানুষকে মারণব্যাধি থেকে সুরক্ষিত রাখা জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম এবং প্রধান সামাজিক দায়িত্ব। পাশাপাশি পুরসভার তরফে এলাকায় এলাকায় মাইক নিয়ে প্রচার চালানো হচ্ছে যাতে মানুষ অকারনে বাড়ির বাইরে না বেরিয়ে আসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here