নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা পজিটিভ আসার পর বৃহস্পতিবার স্যানিটাইজ করা হল সৌরভের বাড়ি। বিসিসিআই সভাপতির মত সিএবি সভাপতিও আইসোলেশনে চলে যাচ্ছেন। এদিন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া নিজেই জানান সেই কথা।
তিনি জানান, ‘ বুধবার রাতেই আমি স্নেহাশিসদা’র পজিটিভ রিপোর্টের কথা শুনেছি৷ চিকিৎসার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে আমরা গত সপ্তাহ থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি৷
কারণ সিএবি-তে একজন স্টাফের রিপোর্টও পজিটিভ আসার পর হু-এর গাইডলাইন মেনে আমরা হোম আইসোলেশনে চলে যায়৷
আরও পড়ুনঃ হল কর্মীদের পাশে খড়গপুর আইআইটির প্রাক্তন শিক্ষার্থীরা
এক সপ্তাহ ধরে আমি হোম আইসোলেশনে রয়েছি৷ আরও এক সপ্তাহ আমাকে এভাবেই থাকতে হবে৷ ডেন গার্ডেন্সের গ্যালারি কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করি৷ ওই বৈঠকে সিএবি-র প্রতিনিধি হিসেবে আমিই কেবলমাত্র ছিলাম৷’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584