জৈব বলয়ে অনীহা, টিকা নিতে চান না, অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন মুরলী বিজয়

0
66

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

কোভিড-১৯ এর জন্য আইসিসির নিয়ম অনুযায়ী প্রত্যেক সিরিজ বা টুর্নামেন্ট অংশগ্রহণ করার আগে ক্রিকেটারদের জৈব বলয়ে থাকতে হবে কমপক্ষে সাত দিন এবং সাথে নিতে হবে করোনার টিকা, এমন বাধ্যতামূলক নির্দেশিকা চালু হয়েছে ক্রিকেট বিশ্বে। আর এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

Murali Vijay
মুরলী বিজয়

বিসিসিআই ঘোষণা করেছে, প্রতিটি ঘরোয়া টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের থাকতে হবে জৈব বলয়ে এবং নিতে হবে করোনার টিকা। এমন সিদ্ধান্তে এবার বেঁকে বসেছেন তারকা ক্রিকেটার মুরলী বিজয়। তিনি জৈব বলয়ে থাকতে অনীহা প্রকাশ করেছে এবং পাশাপাশি টিকা নিতেও অস্বীকার করেছেন বলে সূত্রের খবর।

এই করোনার মাঝেও চলছে দেশের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির খেলা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিসিসিআই বিভিন্ন রাজ্যে থেকে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের টানা সাতদিন জৈব বলয়ে থাকতে হবে বলে নির্দেশিকা জারি করেছিল। সেই মত দলের প্রতিটি খেলোয়াড়দের এক সপ্তাহ আগে টিমে যোগদান করতে বলা হয়েছিল। কিন্তু তামিলনাড়ু দলের একজন খেলোয়াড় এর ভাষ্যমতে , “মুরলী বিজয় টিকা নিতে এবং জৈব বলয়ে থাকতে অনিচ্ছা প্রকাশ করেছে।” তিনি আরও বলেছেন, “এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। ও টিকা নিতে ইতস্ততঃ করেছে। বোর্ডের নির্দেশিকা অনুসারে ৭ দিন আগে জৈব দূর্গে ঢুকে পড়তে হবে। কিন্তু বিজয় রাজি হয়নি, তাই তামিলনাড়ু দলের পক্ষ থেকে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়ে উঠেনি”।

কিন্তু টিকায় বা জৈব বলয়ে কেন অনীহা? কেন বা থাকতে চান না? এই ব্যাপারে খোলসা করে কিছু বলেনি মুরলী বিজয়। তবে মুরলী বিজয় বিশ্ব ক্রিকেটের একজন নামকরা তারকা। কিছুদিন আগে পর্যন্ত তিনি ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন এবং গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। এছাড়া বছর দুয়েক আগে রঞ্জিতেও খেলেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here