শ্যামল রায়,কাটোয়াঃ
মেয়ের শ্বশুর বাড়িতে প্রেসক্রিপশন ছিল।তাই বাইকে করে প্রেসক্রিপশন আনার পথেই খুন হতে হল একরাম শেখ নামে এক ব্যক্তির। কাটোয়া থানায় অভিযোগ জমা না পড়লেও পুলিশ তদন্ত শুরু করেছে খুনের পিছনে কারণ জানতে। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার রামকৃষ্ণপুর এলাকায় রবিবার সন্ধ্যেবেলায়। খুনের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে কাটোয়া থানার অর্জুন ডিহি গ্রামের বাসিন্দা একরাম শেখের মেয়ে পিঙ্কির বিয়ে হয় রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আলা উদ্দিন শেখের সাথে। জানা গিয়েছে যে বিয়ের পর থেকেই চরম অশান্তি মেয়ে এবং শ্বশুরবাড়ির লোকেদের সাথে।অশান্তির চরম পর্যায়ে পৌঁছালে গত কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে পিঙ্কি।পিঙ্কির শারীরিক অসুস্থতা থাকার কারণে চিকিৎসা চলছে।তাই প্রেসক্রিপশন শ্বশুরবাড়িতেই রাখা ছিল।রবিবার সন্ধ্যেবেলায় পিঙ্কির বাবা একরাম শেখ বাইকে করে রামকৃষ্ণপুর গ্রামে জামাইয়ের বাড়িতে প্রেসক্রিপশন আনতে যাচ্ছিলেন।অভিযোগ যে জামাইয়ের বাড়িতে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতি বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।কুপিয়ে খুন করা হয়েছে একরামকে এরকমটাই অভিযোগ উঠেছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত্যুর কারন এবং দুষ্কৃতিদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে বলে খবর।
এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ ধর্মঘটে স্তব্ধ উত্তর দিনাজপুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584