নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো মুর্শিদাবাদ জেলার বড়ঞায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভুলুন শেখ বয়স আনুমানিক ৪০ বছর। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার বৈদ্যনাথপুর গ্ৰামে।
জানা গেছে গতকাল রাতে বাড়িতে খাওয়া-দাওয়ার পর একটি ফোন আসে তার মোবাইলে। তারপরেই সেই ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায় ভুলুন শেখ নামের ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ পারিবারিক বিবাদের জেরে যুবককে মারধরের অভিযোগ
তারপর থেকেই সারারাত নিখোঁজ থাকে ওই ব্যক্তি। এরপর শুক্রবার ভোর হতেই গ্রামের মাঠের একটি নদীর মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।
প্রসঙ্গত, গ্রামেরই এক গৃহবধূর সাথে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল ভুলুন শেখের।সেই কারণেই সান্তনা বিবি নামের ওই গৃহবধূ ও তার লোকজন নিয়ে, তার নিজের বাড়িতেই খুন করে বলে অনুমান পরিবারের।
গলায় ফাঁস জড়িয়ে ও লোহার রড জাতীয় ভারী অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় খুন করে নদীতে ফেলে দেয় অভিযুক্তরা বলে মনে করছেন বাসিন্দারা।
আরও পড়ুনঃ পুকুর থেকে উদ্ধার বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ, এলাকায় চাঞ্চল্য
সকাল হতেই গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানায়। ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এ ঘটনার সাথে আর কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।
তবে পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির ১৩ এবং ১২ বছরের দুই সন্তান রয়েছে এবং অভিযুক্ত সান্তনারও ৭ এবং ১১বছরের দুই সন্তান রয়েছে। এ ঘটনার জেরে এলালায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঘটনার সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় মৃতের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584