শ্যামল রায়,মন্তেশ্বরঃ
মন্তেশ্বর থানার অন্তর্গত পুটশুড়ী গ্রাম পঞ্চায়েতের আজাহার গ্রামে এক গৃহবধূকে গুলি করে খুন করার অভিযোগ উঠল খুড়তুতো দেওরের বিরুদ্ধে।
মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম নাজিফা বিবি বয়স কুড়ি। এই ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন সকলেই পলাতক।
কেন কি কারনে গৃহবধূকে গুলি করা হলো তা তদন্ত করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
জানা গিয়েছে যে মঙ্গলবার দুপুর থেকে পারিবারিক অশান্তি চলছিল। সেই অশান্তির মধ্যে মাঝখানে পড়ে গিয়েছিল গৃহবধূ নাজিফা বিবি।
অশান্তির মধ্যে অতর্কিত খুড়তুতো দেওর ঝন্টু শেখ গুলি চালালে গৃহবধূ নাজিফা বিবির বুকে গুলি লাগে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূর মৃত্যু হয়। জানা গিয়েছে যে গত আট মাস আগে পিপলন গ্রামের বাসিন্দা নাজিফা বিবির সাথে আজাহার গ্রামের বাসিন্দা ইসমাইলের সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে নাজিফা বিবির উপর অত্যাচার নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন নাজিফা বিবির মা জীবনেশা বিবি। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584