হরষিত সিংহ,মালদহঃ
পারিবারিক বিবাদের জেরে প্রতিবন্ধী গৃহবধূকে পিটিয়ে ও পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার বৌদির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানার সুজাপুর যোগীমোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।গৃহবধূর বাবার বাড়ির লোকেরা কালিয়াচক থানায় খুনের অভিযোগ দায়ের করে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী ও তার বৌদি।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত প্রতিবন্ধী গৃহবধূর নাম কবিতা মন্ডল গুপ্তা।স্বামী অঞ্জন কুমার গুপ্তা। বাড়ী কালিয়াচক থানার সুজাপুর যোগী মোড় এলাকায়।মৃত কবিতা মন্ডল গুপ্তা অঙ্গনওয়াড়ী কর্মী ছিলেন।স্বামী এক সময় খাদি সংস্থায় কাজ করলেও এখন কিছুন করেন।বর্তমানে তাদের পরিবারে আট বছরের এক কন্যাসন্তান রয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে কালিয়াচক থানার জালালপুরের তাতিঁপাড়ায় কবিতা মন্ডল গুপ্তার বাবার বাড়ি।প্রায় দশ বছর আগে তাদের বিয়ে হয়। অভিযোগ বিয়ের কয়েক বছর পরেই কাজ ছেড়ে দেয় স্বামী অঞ্জন গুপ্তা।স্ত্রীর আয়েই সংসার চলত। এমনকি অঞ্জন গুপ্তা কোন কাজ না করেই জুয়া খেলা শুরু করে। এই নিয়েই তাদের পরিবারে বিবাদ শুরু হয়।এরই জেরে শুক্রবার রাতে স্ত্রীকে প্রথমে পিটিয়ে ও পুড়িয়ে খুন করে বলে অভিযোগ।যদিও মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, অভিযুক্ত স্বামী অঞ্জনের সঙ্গে তার বিধবা বৌদি বেবি গুপ্তার অবৈধ সম্পর্ক রয়েছে।
তারই জেরে এদিন রাতে দুই জনে মিলে কবিতাকে খুন করে।গভীর রাতে প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে বাবার বাড়ির লোকেদের ও কালিয়াচক থানায় খবর দেয়।পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় মৃতার বাবার বাড়ির লোকেরা কালিয়াচক থানার অভিযুক্ত স্বামী ও বৌদি বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ রেললাইনের ধারে অজ্ঞাত পরিচিত মহিলার দেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584