মুর্শিদাবাদের রেশম শিল্পের ঐতিহ্য প্রকাশক নির্বাচনী ম্যাসকট ‘গুটিপিসি’ একই সাথে পড়ুয়াদের খেলার সঙ্গী

0
165

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার নির্বাচনী ম্যাসকট গুটিপিসি। মুর্শিদাবাদ জেলার শিল্প রেশম শিল্প।রেশম তেরী হয় রেশম কীট পোলু পোকা বা গুটি পোকা থেকে।সেই থেকে পোলু পোকার আকৃতিকে মাথায় রেখে তৈরী হয়েছে গুটিপিসি।নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এই ম্যাসকট।এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে গুটিপিসি ম্যাসকট সেরা রূপে স্বীকৃতি পেয়েছে।

Murshidabad district's election mascot Gotipisi
ডঃ পি উলাগানাথান,জেলা নির্বাচন আধিকারিক।নিজস্ব চিত্র

ভোট গণতান্ত্রিক অধিকার এবং সকলে যাতে নিজের ভোট নিজে দেন এবং ‘নো ভোটারস্ টু বি লেফট বিহাইন্ড’ কে বাস্তবায়িত করতে গুটিপিসি ম্যাসকটকে সামনে রেখে প্রচার চালানো হয়েছে জেলা জুড়ে।

Murshidabad district's election mascot Gotipisi
নিজস্ব চিত্র

সেইসঙ্গে মানুষ যাতে ঠিকঠাকভাবে ভোট দেন তার জন্য ১১টি ছোট ছোট ভিডিও বানানো হয়েছে জেলার ১১জন আইকনকে দিয়ে যারা খেলোয়াড় থেকে শুরু করে সংগীতশিল্পী সহ সমাজের কৃতি মানুষ।

Murshidabad district's election mascot Gotipisi
নিজস্ব চিত্র

জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডঃ পি উলাগানাথনের উৎসাহ এবং উদ্যোগে ঘরে ঘরে পৌঁছে গেছে গুটিপিসির আহ্বান।শুধু তাই নয় পরিযায়ী শ্রমিক অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার ভোটাররা দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকের কাজে চলে যায় তাদের কাছেও জেলা নির্বাচন অধিকারিকের স্বাক্ষর সহ গুটিপিসির ভোট আহ্বানের পোস্ট কার্ড পৌঁছে গেছে।

Murshidabad district's election mascot Gotipisi
নিজস্ব চিত্র

এবার গুটিপিসি বাচ্চাদের খেলার সঙ্গী।তাদের সাথে খেলতে খেলতেই ভোটের বাণী প্রচার করবে গুটিপিসি।
এই লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন স্কুলের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হল তাদের পছন্দের জিনিস ব্যাট-বল, চাবির রিং,গুটিপিসি মাস্ক। যাতে তারা সেগুলো নিয়ে খেলা করে এবং মানুষের মনোভাব বদলায়।

Murshidabad district's election mascot Gotipisi
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের তিন থানার আধিকারিক সহ সাত পুলিশ অফিসারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ কমিশনের

গ্রামাঞ্চলের মানুষকে সচেতন করা যে ভোট দিন এবং নিজের ভোট নির্ভয়ে দিন। তার জন্য জেলা নির্বাচন আধিকারিক ও জেলা পুলিশ সুপার উভয়ে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে পদযাত্রা করে জেলার বিভিন্ন প্রান্তে মূলত যেখানে ভোটাররা অসুরক্ষিত ভাবছেন নিজেদের তাদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে সাহস দিচ্ছেন নির্ভয়ে অবাধে নিজের ভোট নিজে দিতে উৎসাহিত করছেন।সঙ্গে থাকছে গুটিপিসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here