নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকল! মুর্শিদাবাদ জেলার এক অন্যতম বিধানসভা কেন্দ্র। ২০০৫ সালে বাংলায় যখন বামফ্রন্টের ভরা বাজার তখন এই কেন্দ্রেরই বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী আনিসুর রহমানের উপস্থিতিতে শিলান্যাস করা হয় ডোমকল বিধানসভার ১০ ঘোড়ামারা অঞ্চলের বক্সীপুর ঘাটের ব্রিজের।
ঘোড়ামারা অঞ্চল থেকে ডোমকল টাউনের দূরত্ব প্রায় ৩৫ কিমি। কিন্তু ১ কিমির পরই নদীয়ার করিমপুর শহর। আনিসুর সাহেব মন্ত্রী থাকাকালীন বক্সীপুর ঘাটের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পূর্ণ হলেও তা আজও পূর্ণ হয়নি। ফলে চালু হয়নি ব্রিজ।
“জল নেই বলে যাতায়াত করা হচ্ছে”, বলে জানান এক টোটো চালক। কিন্তু জল বাড়লে! তখন দুর্ভোগে পরে যাত্রীরা। তাই ব্রিজের কাজ অতি দ্রুত সম্পন্ন হোক চাইছে এমনই দিনমজুররেরা।
আনুমানিক ৩০ বিঘা জমির উপর তৈরি হচ্ছে এই ব্রিজ। এক জমিদাতা চোখের কোণায় জল জমিয়ে রেখে জানান, “তখন চাকরির কথা বলে প্রায় ৬ বিঘা জমি সামান্য পরিমাণে টাকা দিয়ে নিয়েছিল। এখন চাকরির কথা দূরে থাক ব্রিজটাও হল না।”
আরও পড়ুনঃ শিলিগুড়িতে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুনঃ দলীয় নেতৃত্বদের সহযোগিতায় ঘরে ফিরল সিপিএমের যুব কর্মী দীপক পাঁজা
জানাযায়, নদীয়ার কিছু মানুষ কেস করে রাখার জন্যই কাজ বন্ধ রয়েছে ব্রিজের। সরকার চাইলে তা মীমাংসা করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোট আসলেই মেলে প্রতিশ্রুতি, মেলে নানা মিষ্টি কথা কিন্তু ভোট ফুরিয়ে গেলে তাদেরও আার দেখা মেলে না।
যদিও এই ঘটনা নিয়ে বর্তমান বিধায়ক আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্পন্ন হয়নি। আবার আসছে ভোট, তাই এই সমস্যার সমাধান হোক চাইছে আমজনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584